Bangladesh: করোনা টিকা নিতে এসে বাংলাদেশে লাঠিপেটা খেল পড়ুয়ারা

bangladesh student

টিকা নেওয়ার ভিড় সামলাতে সরকার নিযুক্ত স্বেচ্ছাসেবকদের হাতে লাঠিপেটা খেয়ে বহু পড়ুয়া আহত বাংলাদেশে (Bangladesh)। অনেকেই টিকা নিতে পারল না। ঘটনাস্থল ঠাকুরগাঁও জেলা।

পড়ুয়াদের লাঠিপেটা করার ঘটনায় বিতর্কে শেখ হাসিনার সরকার। অভিযোগ, ক্ষমতাসীন আওয়ামী লীগ নিযুক্ত স্বেচ্ছাসেবকরা নির্দয় হয়ে লাঠিপেটা করেছে।

   

সকালে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের টিকাদান কেন্দ্রে ধুন্ধুমার কান্ড ঘটে। সকালে টিকা দেওয়া শুরু হলে আগে টিকা নিতে পড়ুয়ারা হুড়োহুড়ি শুরু করে। তাদের নিয়ন্ত্রণে আনতে হাসপাতালের ১০-১২ জন স্বেচ্ছাসেবক লাঠিপেটা শুরু করে। এতে হুড়োহুড়ি আরও বেড়ে যায়।বেশকয়েকজন আহত হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ঠাকুরগাঁও জেলায় ১২ থেকে ১৭ বছর বয়সীদের মধ্যে করোনা টিকাদান কর্মসূচি চলছে। ১ লক্ষ ৬২ হাজার ৮৫৯ জন পড়ুয়াকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। গত বছরের ২৮ ডিসেম্বর জেলায় শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হয়। বৃহস্পতিবার ওটিকা নিতে আসা পড়ুয়ার সংখ্যা ৫ হাজার ছাড়িয়ে যায়। এর ফলে শুরু হয় বিশৃঙ্খলা।

স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, করোনায় আক্রাম্ত হয়ে বাংলাদেশে মোট মৃতের সংখ্যা বৃহস্পতিবার পর্যন্ত ২৮ হাজার ৯০৭ জন। মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লক্ষ ২৬ হাজার ৫৭০ জন। সুস্থ হয়েছে ১৭ লক্ষ ২৭ হাজার ৮৬৬ জন।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন