কেন্দ্রীয় পরামর্শের ২৪ ঘন্টার মধ্যেই উদ্বেগজনক করোনা পরিস্থিতি

টানা তিন সপ্তাহের বেশি সময় দেশের করোনার গ্রাফ নিম্নমুখী। সে কারণে গত কয়েক মাসে করোনা রুখতে অতিরিক্ত যেসব বিধিনিষেধ জারি করা হয়েছিল, সেগুলি এবার তুলে…

টানা তিন সপ্তাহের বেশি সময় দেশের করোনার গ্রাফ নিম্নমুখী। সে কারণে গত কয়েক মাসে করোনা রুখতে অতিরিক্ত যেসব বিধিনিষেধ জারি করা হয়েছিল, সেগুলি এবার তুলে নেওয়ার জন্য বুধবারই সব রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চেলের সরকারকে চিঠি লিখে পরামর্শ দিয়েছিল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। কিন্তু ২৪ ঘণ্টার মধ্যেই দেশে ফের বাড়ল দৈনিক সংক্রমণ। বৃহস্পতিবার দৈনিক আক্রান্ত এবং পজিটিভিটির হার দুইই বুধবারের তুলনায় সামান্য বেড়েছে। 

বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের বুলেটিন থেকে জানা গিয়েছে, শেষ ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ৭৫৭ জন। যা গতকালের তুলনায় সামান্য হলেও বেশি। পাশাপাশি করোনার পজিটিভিটির হার বেড়ে হয়েছে ২.৬১ শতাংশ। পজিটিভিটির হারও বুধবারের তুলনায় কিছুটা বেশি। বিধিনিষেধ জারি এবং টিকাকরণে জোর দেওয়ার ফলে সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে এলেও এখনও দেশের মৃত্যুহার স্বাস্থ্য মন্ত্রককে উদ্বেগে রেখেছে।

শেষ ২৪ ঘণ্টায় করোনা কেড়ে নিয়েছে ৫৪১ জনের প্রাণ। যা গতকালের তুলনায় অনেকটাই বেশি। বুলেটিন থেকে জানা গিয়েছে, শেষ ২৪ ঘণ্টায় অনেকটাই কমেছে করোনা অ্যাকটিভ কেস। বৃহস্পতিবার সকাল পর্যন্ত চিকিৎসাধীন সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৩ লক্ষ ৩২ হাজার ৯১৮। গত ২৪ ঘণ্টায় অ্যাক্টিভ কেস কমেছে ৩৭ হাজারের বেশি।

শেষ ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৬৭ হাজার ৫৩৮ জন। যা একদিনে মোট আক্রান্তের থেকে দ্বিগুণেরও বেশি। বৃহস্পতিবার সকাল পর্যন্ত দেশে প্রায় ১৭৪ কোটির ২৪ লক্ষ ৩৬ হাজার ২৮৮ ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। শেষ ২৪ ঘণ্টায় দেশে ভ্যাকসিন পেয়েছেন ৩৪ লক্ষের বেশি মানুষ। শেষ ২৪ ঘণ্টায় ১১ লক্ষ ৮০ হাজার মানুষের নমুনা পরীক্ষা হয়েছে।