Srilanka Crisis: দ্বীপরাষ্ট্রের নতুন প্রধানমন্ত্রী দীনেশ গুনাবর্ধনে

বিক্ষোভের মাঝেই এবার দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায় নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন দীনেশ গুনাবর্ধনে । জানা গিয়েছে, শুক্রবার কলম্বোর ফ্লাওয়ার রোডে প্রধানমন্ত্রীর কার্যালয়ে নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি।

Advertisements

এর আগে তিনি বিদেশমন্ত্রী ও শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এপ্রিলে তৎকালীন রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপাকসে তাকে স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে নিযুক্ত করেছিলেন। রাষ্ট্রপতি রনিল বিক্রমাসিংহেও শুক্রবার তার মন্ত্রিসভায় শপথ নিতে চলেছেন পূর্ববর্তী সরকারের সদস্যরা।

   

Advertisements

এদিকে নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণের আগে, পুলিশের সঙ্গে একটি বিশাল সামরিক দল শুক্রবার ভোরে কলম্বোর গালে ফেসে অভিযান চালায়, যেখানে সরকারবিরোধী বিক্ষোভকারীরা দ্বীপরাষ্ট্রের গুরুতর অর্থনৈতিক সংকটের পরিপ্রেক্ষিতে তিন মাসেরও বেশি সময় ধরে শান্তিপূর্ণভাবে আন্দোলন করেছে। বেশ কয়েকজন বিক্ষোভকারীর ওপর হামলা চালিয়েছে সেনারা বলে অভিযোগ উঠেছে।