এটিকে মোহন বাগান (ATK Mohun Bagan) স্কোয়াডে ছয়জন বিদেশি ফুটবলার চূড়ান্ত হয়েছে। রক্ষণ ও মাঝমাঠের ফুটবলার নেওয়া হয়েছে। শোনা গিয়েছিল একজন বিদেশি স্ট্রাইকারকে নেওয়া হতে পারে। প্রশ্ন উঠছে, এটিকে মোহন বাগান কি সপ্তম বিদেশি ফুটবলারকে দলে নিতে পারে?
শোনা যাচ্ছে, কিছু দিন আগে এক স্প্যানিশ ফরওয়ার্ডকে সই করাতে চেয়েছিল এটিকে মোহন বাগান। সার্জিও কাসেলের নামে জল্পনা চলছিল। ফুটবল মহলের একাংশের দাবি, তাঁকে সই করানোর চেষ্টা করেছিল এটিকে মোহনবাগান । সার্জিও এর আগে আতলেতিকো মাদ্রিদের বি দলে খেলেছেন ।
ভারতেও ফুটবল খেলার অভিজ্ঞতা রয়েছে এই স্প্যানিশ ফরওয়ার্ডের। জামশেদপুর এফসির হয়ে ২০১৯-২০ মরশুমে তিনি আইএসএল-এ প্রতিনিধিত্ব করেছেন। ওই বছর জামশেদপুরের হয়ে ১১ টি ম্যাচে সাতটি গোলও রয়েছে তাঁর।
সম্ভবত অস্ট্রেলিয়ার তারকার থেকেও আগে স্প্যানিশ ফরওয়ার্ডকে এক সময় বেশি গুরুত্ব দিয়েছিল এটিকে মোহনবাগান ম্যানেজমেন্ট । কিন্তু সার্জিও ভারতে খেলতে রাজি ছিলেন না। এক কথায় এটিকে মোহন বাগান ম্যানেজমেন্টের প্রস্তাবকে নাকচ করেছেন তিনি । এরপরেই অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলের সদস্যকে দলে নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।
কোনো দল ছয়জনের বিদেশিকে দলের সঙ্গে যুক্ত করে রাখতেই পারে। কিন্তু তাঁকে সম্ভবত রেজিষ্টার ফুটবলার হিসেবে কাগজে কলমে দেখানো যাবে না। সে ক্ষেত্রে ভালো মানের ফুটবলারকে নাগাড়ে মাঠের বাইরে বসিয়ে রাখাও কোনো কাজের কথা নয়। তাই এটিকে মোহন বাগানে সম্ভবত সপ্তম বিদেশি আসছেন না। আর এলেও চমক দেওয়ার সম্ভাবনা কম।