HomeUncategorizedSri Lanka Crisis: মালদ্বীপের কমান্ডো ঘেরাটোপে গোতাবায়া, লংকায় জরুরি অবস্থা

Sri Lanka Crisis: মালদ্বীপের কমান্ডো ঘেরাটোপে গোতাবায়া, লংকায় জরুরি অবস্থা

এর আগে মালদ্বীপের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মহ: নাশিদ শ্রীলংকায় আশ্রয় নিয়েছিলেন

- Advertisement -

মালে বিমানবন্দরে সামরিক বিমানটি অবতরণের পরই মালদ্বীপ সরকারের কড়া নিরাপত্তায় গোপন স্থানে চলে গেছেন পদত্যাগী শ্রীলংকার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। (Sri Lanka Crisis) বিবিসির খবর, কমান্ডো বাহিনীর ঘেরাটোপে নজরবন্দি সস্ত্রীক গোতাবায়া। তাঁর সঙ্গে মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মহম্মদ সোলিহ বিশেষ আলোচনা করবেন।

পড়ুন: Sri Lanka Crisis: লঙ্কা ছেড়ে মালদ্বীপ পালিয়ে প্রাণে বাঁচলেন গোতাবায়া

   

অন্যদিকে বুধবার শ্রীলংকায় জারি হলো জরুরি অবস্থা। তীব্র আর্থিক সংকটের জেরে গণবিক্ষোভে জ্বলতে থাকা দেশটিতে মতুন সর্বদলীয় সরকার গড়ার চেষ্টা চলছে। কারণ, নির্দিষ্ট সরকার না থাকলে আন্তর্জাতিক অর্থ সাহায্য মিলবে না। আর সংকট কাটাতে সেটাই দরকার শ্রীলংকার। পরিস্থিতি সামাল দিতে জরুরি অবস্থা জারি হলেও বিক্ষোভ কতদূর সামাল দেওয়া সম্ভব তা নিয়েই প্রশ্ন।

বুধবার পদত্যাগী প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপারসে নিজের গ্রেফতারি এড়াতে সর্বশেষ ক্ষমতার বলে সেনা সাহায্যে দেশ ছেড়ে পালান মালদ্বীপে। কারণ, তাঁর পদত্যাগ সরকারিভাবে গৃহীত হওয়ার পর আর কোনও সর্বোচ্চ সুযোগ তিনি পেতেন না। ফলে বুধবার ভোরেই তিনি কলম্বো থেকে সেনার বিমানে মালে চলে যান। তিনি দেশ থেকে পালাতেই জারি হয় জরুরি অবস্থা।

বুধবারেও প্রতিবাদের আগুনে জ্বলছে শ্রীলঙ্কা। দেশ ছেড়ে গোতাবায়া রাজাপাকসে মালদ্বীপ পালিয়েছেন এই খবর মিলতেই এবার পদত্যাগী প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিঙ্ঘের অফিসে হামলা শুরু করল আম জনতা। একাধিক ছবিতে দেখা যাচ্ছে শ্রীলঙ্কা জুড়ে জরুরি অবস্থা জারি করা হুয়েছে। প্রধানমন্ত্রীর বাসভবনের বাইরে উপস্থিত হয়েছে বিরাট নিরাপত্তা বাহিনী। বিক্ষোভ রুখতে ব্যবহার করা হচ্ছে কাঁদানে গ্যাস।

ভারত মহাসাগরের মাঝে শ্রীলংকা ও মালদ্বীপ দুটি দ্বীপরাষ্ট্র। এর আগে মালদ্বীপে গণবিক্ষোভের জেরে ক্ষমতাচ্যুত হয়ে দেশটির প্রেসিডেন্ট মহম্মদ নাশিদ রাজনৈতিক আশ্রয় নিয়েছিলেন শ্রীলংকায়। এবার ইতিহাসের চাকা উল্টো ঘুরে শ্রীলংকার পদত্যাগী প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে চলে গেলেন মালদ্বীপে।

 

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular