মাদ্রাসা শিক্ষকদের বকেয়া বেতন মেটাতে হবে: Supreme Court

চাকরি করেও বেতন পাচ্ছিলেন না যে সব মাদ্রাসা শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা তাদের বকেয়া বেতন মিটিয়ে দেওয়ার নির্দেশ দিল (Supreme Court) সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের…

চাকরি করেও বেতন পাচ্ছিলেন না যে সব মাদ্রাসা শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা তাদের বকেয়া বেতন মিটিয়ে দেওয়ার নির্দেশ দিল (Supreme Court) সুপ্রিম কোর্ট।

সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়েছে, যারা দীর্ঘদিন চাকরি করে বেতন পাচ্ছিলেন না, তাঁদেরকে অবিলম্বে বেতন দিতে হবে। বকেয়া বেতন ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতি উমেশ ললিতের নেতৃত্বাধীন বেঞ্চ।

পশ্চিম মেদিনীপুরের একটি মাদ্রাসায় কর্মরত ৯ জন শিক্ষক,শিক্ষিকা এবং শিক্ষাকর্মীর বকেয়া বেতন বাবদ ২,২৪,৭৮,৮৭৮ টাকা দু সপ্তাহের মধ্যে পরিশোধ করতে হবে। তার রিপোর্ট শীর্ষ আদালতে জমা করা হবে বলে জানিয়েছে রাজ্য সরকার। এই আদেশ অমান্য করলে আদালত অবমাননার অভিযোগ উঠতে পারে রাজ্যের বিরুদ্ধে

উত্তর ২৪ পরগনার অন্য একটি মাদ্রাসায় কর্মরত আজাদ মন্ডল নামে একটি শিক্ষাকর্মীকেও একই নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত।

২০২০ সালের ৬ই জানুয়ারি সুপ্রিম কোর্টের বিচারপতি অরুন মিশ্র এবং উদয় উমেশ ললিতের বেঞ্চ নির্দেশ দেয়, মাদ্রাসা ম্যানেজিং কমিটি নিজেদের প্রয়োজনে শিক্ষক-শিক্ষিকা,শিক্ষাকর্মী নিয়োগ করলে তা বৈধতা পাবে। তবে ২০২০-র ৬ই জানুয়ারির পরে মাদ্রাসা ম্যানেজিং কমিটি নিজেরা আর শিক্ষক-শিক্ষিকা নিয়াগ করতে পারবে না। এই সংক্রান্ত নিয়োগের পুরো দায়িত্ব থাকবে মাদ্রাসা সার্ভিস কমিশনের হাতে।

মামলাকারীর আইনজীবী গোলাম মহিউদ্দিন জানিয়েছেন, এই রায়ের ফলে রাজ্যের বিভিন্ন প্রান্তের মাদ্রাসায় কমিটির মাধ্যমে যে সকল নিযুক্তরা দীর্ঘ দিন ধরে চাকরি করেও বেতন পাচ্ছিলেন না আজ তাদের দীর্ঘ দিনের বঞ্চনার অবসান ঘটল।