
Sports News: বাঁধিয়ে রাখার মতো গোল। ছয় ফিটেরও বেশি উচ্চতার বিদেশি ডিফেন্ডারের ব্যাক ভলি গোলে মুগ্ধ ফুটবল প্রেমীরা। বয়স হলেও এখনও মরচে পড়েনি খেলায়।
মোহনবাগানের হয়ে বহু ম্যাচ খেলেছিলেন নাইজেরিয়ান ডিফেন্ডার ইচে। এক সময় সবুজ মেরুন ডিফেন্সের মূল স্তম্ভ ছিলেন তিনি। খেলেছিলেন পঞ্চাশের বেশি ম্যাচ। পরে মহামেডান স্পোর্টিং ক্লাবের হয়েও কিছু ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। এখন খেলেন ভবানীপুর স্পোর্টিং ক্লাবে। কলকাতা ফুটবল লিগে নামার আগে কল্যাণী গোল্ড কাপ অংশগ্রহণ করেছে ক্লাব। ক্যালকাটা কাস্টমসের বিরুদ্ধে ব্যাক ভলিতে করেছেন অনবদ্য গোল।
কলকাতার অন্যতম নামকরা দল। অনেকে বলেন “মিনি মোহনবাগান”। সেই তারা হারিয়েছে ক্যালকাটা কাস্টমসকে। গোল করলেন শহরের বড় ক্লাবে খেলা দুই ফুটবলার।
কলকাতা ফুটবল লিগের জন্য ভালো দল গঠন করেছে ভবানীপুর স্পোর্টিং ক্লাব। ফুটবল মাঠের বহু পরিচিত মুখ স্কোয়াডে রয়েছে। অন্যান্য বছরেও দলে লক্ষ্য করা যায় তারকার ছড়াছড়ি। এবারও তার ব্যতিক্রম হয়নি। ভালো মানের ফুটবলার দলে থাকায় ইতিমধ্যে সুফল পেতে শুরু করেছে ক্লাব।
নৈহাটি গোল্ড কাপে জয় পেয়েছে ভবানীপুর। কাস্টমসের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি ম্যাচে শেষ হাসি হেসেছে কলকাতা ফুটবল লিগের অন্যতম ক্লাব। গোল করেছেন জিতেন মুর্মু এবং ইচে। ম্যাচের স্কোরলাইন ২-১। জিতেন হেডে গোল করেছেন। আর ভবানীপুরের অন্য গোলটি ব্যাকভিলিতে। কাস্টমসের হয়ে গোলটি করেছেন সৈকত সরকার।
মাঝে প্রচারের আলোকের বাইরে চলে গিয়েছেন জিতেন মুর্মু। কিন্তু তিনি যে হারিয়ে যাননি সেটা পদে পদে বুঝিয়ে দিচ্ছেন। ম্যাচে গোল করেছেন, অনুশীলনেও ধারাবাহিক।










