সে জমানা আর নেই। এমন কথা আকচার শোনা যায় অভিজ্ঞদের মুখে। একটা সময় ছিল যখন দু’টো টাকারও দাম ছিল মানুষের কাছে। এখন হাজার হাজার টাকা খরচ করেও মেলে না লক্ষ্মীর আশীর্বাদ। তবে আশার আলো এখনও বাকি (Business without Investment)।
কোনও বিনিয়োগ ছাড়াও ব্যবসা শুরু করা সম্ভব। কাজ ঠিক করে করতে পারলে লাভও ভালো। ধীরেধীরে ফুলেফেঁপে উঠবে ব্যাংকের অ্যাকাউন্ট।
১) Blogging
ব্লগিং শুরু করা যেতে পারে। বহু মানুষ ব্লগিং করে রোজগার করছেন এখন। ব্লগিং হতে পারে বিভিন্ন বিষয়ে। খাওয়াদাওয়া থেকে শুরু করে কেনাকাটি। পছন্দ অনুযায়ী শুরু করা যেতে পরে ব্লগিং। কিছু ফ্রি ব্লগিং সাইট থেকে অভিজ্ঞতা সঞ্চয় করে নিতে পারেন কাজ শুরু করার আগে।
২) Online Seller
অনলাইনে কাজের সুযোগ এখন প্রচুর। একটু মাথা খাটালেই উপার্জন করা সম্ভব। কোনো জিনিসের কেনাবেচা করেও শুরু করা যেতে পরে অনলাইনে ব্যবসা। কেনাকাটি ভাল হলেই লাভের মুখ দর্শন।
৩) Recruitment Firm
চাকরি লুকিয়ে থাকে বহু কোম্পানিতে। সব সময় হয়তো জানা যায় না। বা জানা গেলেও অনেকে কাজ করতে চান না। এই কাজে চাকরির জন্য লোক খুঁজে দেওয়াই আসল। যদি নির্দিষ্ট কোনো সেক্টরে টার্গেট করে নামতে চান, তাহলে সেই সেক্টরের কনট্যাক্টস থাকলে কাজে সুবিধা হতে পরে।
৪) Re-Seller
আপনার হাতে যদি একেবারেই টাকা না থাকে তাহলে এই কাজটা শুরু করতে পারেন। মিডিল ম্যান হিসেবে কাজ। কোনো কোম্পানির বিক্রি না হওয়া সামগ্রী তুলে দিতে হবে গ্রাহকের হাতে। সেখান থেকেই মুনাফা।
৫) Online Sell
এই আইডিয়াটা ভারতে এখনও ব্যাপকভাবে শুরু হয়নি। তাই সুযোগ এখনও রয়েছে। নিজের যদি কোনো প্রতিভা থাকে, আপনি হয়তো ভাল হাতের কাজ জানেন। সেটাই তুলে ধরুন ডিজিটাল মাধ্যমে। ফেসবুক বা ইউটিউব থেকে আয় হতে পারে।