সবটা বলে দাও, পার্থকে পরামর্শ মদনের

২২ জুলাই থেকে ইডি হেফাজতে রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এরই মধ্যে একাধিকবার ষড়যন্ত্রের কথা উল্লেখ করে জল্পনা বাড়িয়েছেন তিনি। এবার তাঁকে বারবার পরামর্শ দিলেন…

২২ জুলাই থেকে ইডি হেফাজতে রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এরই মধ্যে একাধিকবার ষড়যন্ত্রের কথা উল্লেখ করে জল্পনা বাড়িয়েছেন তিনি। এবার তাঁকে বারবার পরামর্শ দিলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র৷

পার্থকে উদ্দেশ্য করে মদন বলেন, আমি এমন কয়েদি দেখেছি, ৩৬ বছর কয়েদ হয়ে যাওয়ার পরেও তার মুক্তি হয়নি৷ অর্থাৎ, আমি শুধু এটুকু বলব পার্থ যদি সত্যি আস্তে আস্তে নিজেকে ধাতস্থ করে সমস্ত জিনিসটাকে গুরুত্ব দিয়ে বুঝে আলটিমেটলি হোয়াট হ্যাশ হ্যাপেনড! কি ছিল, না ছিল, বার বার হেঁয়ালি করে ষড়যন্ত্র আছে, ষড়যন্ত্র আছে না বলে, সত্যিই কিছু আছে কি না, সত্যিই টাকাটা ওর যদি না হয়, তাহলে কে ওকে দিল? এগুলো বলতেই পারবে৷ আজ নয় কাল। সত্যিই তো বের হবেই৷

উল্লেখ্য, শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি হেফাজতে থাকার পর এখন জেল হেফাজতে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। কোটি কোটি নগদ টাকা তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখ্যোপাধ্যায়ের বাড়ি থেকে বের হয়েছে৷ এই টাকা কার? কীভাবে ধারাবাহিক জিজ্ঞাসাবাদের মাধ্যমে উদ্ধার করার চেষ্টা করছে ইডির আধিকারিকরা৷ ইডি সূত্রে খবর, অর্পিতার ঘনিষ্ঠতা তো দূরের কথা, পার্থ চট্টোপাধ্যায় নাকি অর্পিতাকে সেভাবে চিনতেন না বলে দাবি করছেন৷ তাহলে এই বিপুল টাকা এল কীভাবে? সেখানে শিক্ষা দফতরের খামে মোড়া টাকা কার? প্রশ্ন উঠতে শুরু করেছে৷

এর আগে পার্থ চট্টোপাধ্যায়ের ষড়যন্ত্র প্রসঙ্গে মুখ খোলেন কুণাল ঘোষ৷ তিনি বলেন, পার্থবাবু আমার বিরুদ্ধেও ষড়যন্ত্র করেছেন। আমাকে পাগল বলেছিলেন। আমার যন্ত্রণাবিদ্ধ অভিজ্ঞতা থেকে বলছি, যেন ওনাকে কোনও বাড়তি সুবিধা না দেওয়া হয়। যা নিয়ে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে যায়৷ অস্বস্তি বাড়ে তৃণমূলের। তাই তাঁকে সাবধান করতে সেন্সর করল তৃণমূল। এর জন্য ১৪ দিন তাঁকে সেন্সর করেছে দল। তাই এখন সমস্ত কিছু বলার পরামর্শ দিলেন মদন মিত্র৷