সাব-স্টেশনে ঢুকে পড়ল সাপ! বিদ্যুৎ বিভ্রাটের শিকার ১৬,০০০

There are no snakes in Ireland

একসঙ্গে ১৬,০০০ মানুষ বিদ্যুৎ বিভ্রাটের শিকার হলেন। কী কারণে এই বিরাট মাপের বিদ্যুৎ বিভ্রাট? জানা যাচ্ছে, এর পেছনে রয়েছে একটি সাপ।

Advertisements

ঘটনাটি আমেরিকার অস্টিন শহরের। চলতি মাসের ১৬ তারিখ হঠাৎ করে একটি সাপ সাব-স্টেশনে বিদ্যুতায়িত সার্কিটের সংস্পর্শে চলে আসে। এরপরই সারা শহরে বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়। দুপুর ১ টার সময় এই ঘটনাটি ঘটে এবং সঙ্গে সঙ্গে ১৬,০০০ গ্রাহক বিদ্যুৎ বিভ্রাটের শিকার হন।

অস্টিন এনার্জির মুখপাত্র ম্যাট মিচেল ট্যুইট করে জানান যে, “বন্যপ্রাণী হস্তক্ষেপের ফলে বিদ্যুৎ বিভ্রাট হতে পারে। আজ একটি সাপ আমাদের একটি সাব-স্টেশনে ঢুকে পরে এবং বিদ্যুতায়িত সার্কিটের সংস্পর্শে চলে আসে।“ এক ঘন্টা পর, ২ টো নাগাদ বিদ্যুৎ পরিসেবা আবার স্বাভাবিক হয়।

Advertisements

এই ঘটনার পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এই সাব-স্টেশনগুলির আশেপাশে ফেন্সিং বসানো হবে।

একই ধরণের ঘটনা ঘটে জাপানে। ঠিক একই ভাবে একটি সাপ সাব-স্টেশনে ঢুকে পড়লে প্রায় ১০,০০০ বাড়িতে বিদ্যুৎ বিভ্রাট হয়। কিন্তু এই ক্ষেত্রে সাপটি বিদ্যুতের সংস্পর্শে এসে পুড়ে ছাই হয়ে যায়।