Assam: লেডি সিংহমের মৃত্যুর তদন্তে সিবিআই, চাপের মুখে হিমন্ত

অসমে “দাবাং” মহিলা পুলিশ অফিসার হিসেবে পরিচিত ছিলেন তিনি। চাকরি জীবনে নানা কারণে সংবাদের শিরোনামে উঠে এসেছেন অসমের (Assam) সাব ইন্সপেক্টর (Junmoni Rava) জুনমণি রাভা।…

অসমে “দাবাং” মহিলা পুলিশ অফিসার হিসেবে পরিচিত ছিলেন তিনি। চাকরি জীবনে নানা কারণে সংবাদের শিরোনামে উঠে এসেছেন অসমের (Assam) সাব ইন্সপেক্টর (Junmoni Rava) জুনমণি রাভা। জড়িয়েছেন বিতর্কেও। প্রতারণার মামলায় গ্রেফতার হয়েছেন। পথ দুর্ঘটনা কেড়ে নিল সেই জুনমণির প্রাণ।

প্রসঙ্গত, ঘটনাটি ঘটে অসমের নওগাঁ জেলায় সারুভাগিয়া গ্রামে। সোমবার রাতে নিজেই গাড়ি চালিয়ে জাতীয় সড়ক ধরে যাচ্ছিলেন জোনমণি।

আচমকাই জোনমণির গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় একটি ট্র্যাক্টরের। দুমড়ে মুচড়ে যায় গাড়ির সামনের অংশ। ঘটনাস্থলেই মৃত্যু হল অসমের ‘দাবাং’ মহিলা অফিসারের।

উল্লেখ্য, গত বছর মে মাসে সংবাদের শিরোনামে উঠে আসেন তিনি। অসমের নওগাঁওয়ের বাসিন্দা জুনমণি রাভা শিবসাগর জেলের সাব ইন্সপেক্টর ছিলেন। বিয়ের আগে নিজের হবু বরকে প্রতারণার অভিযোগে নিজেই গ্রেফতার করেন।

সেই ঘটনা সামনে আসার পরই জুনমণি হয়ে উঠেছিল মানুষের চোখের মণি। কেউ কেউ বলতেন ‘দাবাং পুলিশ অফিসার’, কেউবা আবার বলতেন ‘লেডি সিংঘম’!

কিন্তু সেই জুনমণি নিজেই ফেঁসে গিয়েছিলেন প্রতারণার অভিযোগে। স্থানীয় দুই কন্ট্রাক্টরের অভিযোগ ছিল, জুনমণির হবু বরের সঙ্গে তাঁরা একটি আর্থিক চুক্তি স্বাক্ষর করেছিলেন, যার নেপথ্যে ছিলেন জুনামণিই।সেই চুক্তিতে প্রতারিত হয়েছেন তাঁরা। পুলিশ তদন্তে নেমে গ্রেফতার করে জুনমণিকে। পরে তিনি জেল থেকে ছাড়া পান। যোগ দেন তাঁর পুরনো পদেই।

আসাম পুলিশ মহিলা পুলিশ সাব-ইন্সপেক্টর জুনমনি রাভার মৃত্যুর বিষয়ে সিবিআই তদন্তের সুপারিশ করেছে।দুর্ঘটনায় তার মৃত্যুর পর, রাভার পরিবার এবং বন্ধুরা এর পিছনে সত্য খুঁজে বের করার জন্য নিরপেক্ষ তদন্ত দাবি করেছে।