হু হু করে পড়ল সোনা-রুপোর দাম

লাগাতার কমের দিকেই রয়েছে সোনা ও রুপোর দাম। জানা গিয়েছে, গত দু’দিনে ভারতে সোনার দাম ওঠানামা করেনি। এদিন ভারতে সোনার দাম হু হু করে কমেছে।…

হু হু করে পড়ল সোনা-রুপোর দাম

লাগাতার কমের দিকেই রয়েছে সোনা ও রুপোর দাম। জানা গিয়েছে, গত দু’দিনে ভারতে সোনার দাম ওঠানামা করেনি।

এদিন ভারতে সোনার দাম হু হু করে কমেছে। গত দু’দিন ধরে ২২ ক্যারেট সোনার দাম ৪৭,৬৫০ টাকা। যা ছিল ৪৬,৭৫০ টাকা। হয়। একইভাবে ২৪ ক্যারেট সোনার দাম ৫১,৯৮০ টাকা। সেটা ছিল ৫১ হাজার টাকা। সোনার দামের অস্থিরতা, সোনার উপর আমদানি শুল্ক এবং ডলারের বিপরীতে ১০,০০০ টাকার ক্ষেত্রে আন্তর্জাতিক প্রবণতা।

গুড রিটার্ন অনুযায়ী, ২২ ক্যারেট সোনা চেন্নাই – ৪৬,৮৩০ টাকা মুম্বই – ৪৬,৭৫০ টাকা, দিল্লি – ৪৬,৭৫০ টাকা, কলকাতা – ৪৬,৭৫০ টাকা, বেঙ্গালুরু – ৪৬,৭৫০ টাকা, হায়দ্রাবাদ – ৪৬,৭৫০ টাকা, কেরলে – ৪৬,৭৫০ টাকা, পুনে – ৪৬,৭৮০ টাকা, ম্যাঙ্গালোর – ৪৬,৭৫০ টাকা, মাইসুরু – ৪৬,৭৫০ টাকা।

Advertisements

অন্যদিকে ২৪ ক্যারেট সোনা চেন্নাই – ৫১,০৯০ টাকা, মুম্বাই – ৫১,০০০ টাকা, দিল্লি – ৫১,০৫০ টাকা, কলকাতা – ৫১,০০০ টাকা, বেঙ্গালুরু – ৫১,০২০ টাকা, হায়দ্রাবাদ – ৫১,০০০ টাকা, হায়দ্রাবাদ – ৫১,০০০ টাকা, কেরালা – ৫১,০০০ টাকা, পুনে – ৫১,০৩০ টাকা, ম্যাঙ্গালোর – ৫১,০ টাকা, মহীশূর – ৫১,০ টাকা, মহীশূর – ৫১,০ টাকা।

৬০০ টাকা কমে আজ এক কেজি রুপোর দাম ৫৯,৪০০ টাকা।