সই না হলে East Bengal-এ থাকছেন না আরও এক বিদেশী

ময়দানে এখন ইস্টবেঙ্গল ক্লাবকে (East Bengal) নিয়ে বহু প্রশ্ন । যার মধ্যে অন্যতম ইমামির সঙ্গে চূড়ান্ত সই পর্ব কবে হচ্ছে । কারণ ট্রান্সফার উইনডো অনেকদিন…

Ivan Gonzalez may not wait long for East Bengal

ময়দানে এখন ইস্টবেঙ্গল ক্লাবকে (East Bengal) নিয়ে বহু প্রশ্ন । যার মধ্যে অন্যতম ইমামির সঙ্গে চূড়ান্ত সই পর্ব কবে হচ্ছে । কারণ ট্রান্সফার উইনডো অনেকদিন আগেই খুলে গিয়েছে ।অন্যান্য দলগুলো নিজেদের গুছিয়ে নিচ্ছে এবং ইস্টবেঙ্গলের বহু ভারতীয় ফুটবলার আই এস এল এর অন্যান্য ক্লাবে ইতিমধ্যে পা রেখে ফেলেছে । এখন শোনা যাচ্ছে , ইস্টবেঙ্গল যাদের সাথে প্রি কন্ট্রাক্ট করেছিল সেই সকল ফুটবলাররাও এবার নিশ্চয়তা চাইছে ।

আরও পড়ুন : East Bengal Emami: রথযাত্রার শুরু হতে পারে ইস্টবেঙ্গল-ইমামির যাত্রা

বিদেশীদের মধ্যে অন্যতম নাম ইভান গঞ্জালেস ( Iván González ) । ইভানকে মরশুমের শুরুতে ইস্টবেঙ্গলের নিশ্চিত করেছিল। ইভান গত মরশুমে ১৭টি ম্যাচে ১ গোল করে এফ সি গোয়ার নির্ভরযোগ্য ডিফেন্ডার হয়েছিলেন । রক্ষণভাগে তার দক্ষতা দেখে ইস্টবেঙ্গল তাকে দলে নিতে চেয়েছে। এখনো অব্দি ৩২ বছরবয়সী এই স্প্যানিশ ডিফেন্ডারের কাছে আরো একাধিক আই এস এল ক্লাবের অফার থাকতে পারে।

আরও পড়ুন : East Bengal কর্তাদের থেকে নিশ্চিত তারিখ জানতে চেয়েছিল ফুটবলাররা

ইমামির সাথে ইস্টবেঙ্গলের চূড়ান্ত সইয়ের দিকে তাকিয়ে রয়েছেন ইভান নিজেও। ব্যাপারটা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে যেখান থেকে কয়েক দিনের মধ্যে সই না হলে ইভানের ইস্টবেঙ্গলে থাকার সিদ্ধান্ত প্রায় 180 ডিগ্রি পরিবর্তন হয়ে যেতে পারে হলে বলে অনেকে আশঙ্কা করছেন।
শুধুই ইভানই নয় , মোবাশির রহমানও একই রকম সিদ্ধান্ত নিতে পারে বলে সূত্র মারফত জানা গেছে ।