Shruti Das: ‘কেঁদে ফেলেছিলাম’- বাংলা ছবিতে নায়িকার সৌন্দর্যের লড়াইয়ে সত্যিই কি পিছিয়ে শ্রুতি!

Shruti Das

Shruti Das: “কোনও যোগাযোগ ছাড়াই ‘রাঙা বউ’ শেষ হওয়ার মাত্র দশ দিনের মধ্যে এই সুযোগ পাওয়াটা আমার কাছে বিরাট ভাগ্যের ব্যাপার। বাংলা ছবিতে নায়িকার সৌন্দর্য নিয়ে যে ধারণা রয়েছে তার সঙ্গে আমার চেহারা মেলে না। তাই চরিত্রটি চূড়ান্ত হওয়ার পরে কেঁদে ফেলেছিলাম।” রাঙা বউ সিরিয়াল শেষ হতে না হতেই নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের নতুন ছবিতে নায়িকার চরিত্র পেয়ে রীতিমত আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন শ্রুতি। তারপরেই সাক্ষাৎকার দিলেন এই ভাষায় (Shruti Das)।বাংলা ছবিতে নায়িকার সৌন্দর্যের লড়াইয়ে সত্যিই কি পিছিয়ে শ্রুতি!

Advertisements

আসলে, ত্রিনয়নী থেকে দেশের মাটি, রাঙা বউ। সব সিরিয়ালগুলোতেই কালো মেয়ের চরিত্রে অভিনয় করেছেন নায়িকা। একবার সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, গায়ের রঙের জন্য জীবনে ঢের বেশি স্ট্রাগল করেছেন তিনি। কিন্তু নায়িকার মুখশ্রী ছিল সবার চেয়ে সেরা। ফ্যানদের দাবি, স্বয়ং দেবীর আভাস রয়েছে তাঁর মধ্যে। সে কথায় অবশ্য সহমত শ্রুতিও। এবার কোনো যোগাযোগ ছাড়াই বাংলার বড় পর্দায় কাজের সুযোগ পেয়ে রীতিমত চমকে গিয়েছেন শ্রুতি (Shruti Das)। ধন্যবাদ জানিয়েছেন সকলকেই।

Advertisements

উল্লেখ্য, নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের নতুন ছবি ‘আমার বস’-এ একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন শ্রুতি দাস। এই ছবিতে কাজ করবেন বর্ষীয়ান অভিনেত্রী রাখী গুলজার। বাংলা ছবিতে ফিরছেন তিনি দীর্ঘদিন পর। ইতিমধ্যেই কলকাতায় এসে গিয়েছেন তিনি। শীঘ্রই শুরু হবে ছবির কাজ। রাখী, শ্রুতি ছাড়াও আমার বস ছবিতে নজর কাড়বেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় স্বয়ং।