HomeUncategorizedPaschim Bardhaman: প্রশান্ত কিশোর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, স্বীকারোক্তি বিহারীবাবু'র

Paschim Bardhaman: প্রশান্ত কিশোর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, স্বীকারোক্তি বিহারীবাবু’র

- Advertisement -

আসানসোল লোকসভার উপনির্বাচনে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শত্রঘ্ন সিনহাকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে আসানসোলে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর থেকে শুরু করে ব্লক সভাপতিরা দেওয়াল লিখন থেকে শুরু করে পোস্টার হোডিং লাগানোর কাজ শুরু করে দিয়েছেন।

আর এর জন্য প্রশান্ত কিশোরের অনেক বড় ভূমিকা রয়েছে বলে জানালেন ‘বিহারীবাবু’। তিনি বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগ দেওয়াটা আমার কাছে একটা বড় সম্মান ও সুযোগ ছিল। তাঁর দল আমাকে চেয়েছিল, তিনি টুইট করেছিলেন যে আমাকে তৃণমূলে থাকতে হবে এবং আসানসোল সংসদীয় আসন থেকে লড়াই করতে হবে।’ এক সাক্ষাৎকারে বিহারীবাবু জানান, ‘আমার বড় ভাই যশবন্ত সিনহা এবং প্রশান্ত কিশোর খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।” তিনি বলেন, প্রশান্ত কিশোর আমার কাছে পৌঁছেছিলেন। আমরা অনেক বিষয় নিয়ে আলোচনা করেছি। তিনি চেয়েছিলেন আমি যেন তৃণমূলে আসি’।

   

মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে দেখেছেন কি না, এই প্রশ্নের জবাবে সিনহা বলেন, ‘আমি বিশ্বাস করি মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্যই দেশের নেতা হওয়ার যোগ্য। তিনি সত্যিকার অর্থে একজন গণনেতা। তিনিই একমাত্র নেতা যিনি সম্মানের আদেশ দেন। তার সব ক্ষমতা আছে। তিনি একজন সফল নেতা। তিনি বাংলা থেকে এসেছেন, কিন্তু কী? আমাদের প্রধানমন্ত্রী গুজরাট থেকে এসেছেন।’

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular