Pakistan: গদিতে বসেই দাদা নওয়াজ শরিফকে নতুন ‘উপহার’ শাহবাজের

ক্ষমতায় আসীন হয়েই দাদার সাজা মকুবের উদ্যোগ নিয়েছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। জানা যাচ্ছে, প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দেশে ফেরা এখন কেবল সময়ের অপেক্ষা। পাকিস্তান…

ক্ষমতায় আসীন হয়েই দাদার সাজা মকুবের উদ্যোগ নিয়েছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। জানা যাচ্ছে, প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দেশে ফেরা এখন কেবল সময়ের অপেক্ষা। পাকিস্তান থেকে নির্বাসিত নওয়াজ বর্তমানে লন্ডনে থাকেন। তাঁকে শাহবাজের নির্দেশে নতুন পাসপোর্ট দেওয়া হয়েছে। সাজা মকুব করে তাঁর রাজনীতিতে প্রত্যাবর্তনের পথও মসৃণ করে দিচ্ছেন শাহবাজ।

 

পাক সংবাদ মাধ্যমের খবর, ঈদের পরেই পাকিস্তানে পা রাখবেন নওয়াজ। সোমবার সংবাদ সংস্থা ডন জানিয়েছে, নওয়াজ শরিফের সাজা বাতিল বা স্থগিত করার বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করার বিষয়টি স্বীকার করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ। সাক্ষাৎকারে সানাউল্লাহ বলেছেন, কোনও অভিযুক্তের সাজা বাতিল বা আগে মিথ্যা সাজাপ্রাপ্ত হলে সেই মামলা আদালতে নতুন শুনানির সুযোগ করে দেওয়ার ক্ষমতা কেন্দ্রীয় সরকারের যেমন রয়েছে, তেমনই রয়েছে পাঞ্জাব প্রাদেশিক সরকারেরও। ফলে এই বিধান নওয়াজ শরিফ সহ অন্য অনেকের ক্ষেত্রেই প্রয়োগ করা হতে পারে।

২০১৭ সালে পানামা পেপার্স কেলেঙ্কারির জেরে সুপ্রিম কোর্টের রায়ে প্রধানমন্ত্রিত্ব থেকে পদত্যাগ করতে বাধ্য হন নওয়াজ। এরপরেই তাঁর বিরুদ্ধে একগুচ্ছ দুর্নীতি মামলার তদন্ত শুরু করে ইমরান খানের সরকার। ২০১৮ সালে নানা দুর্নীতির দায়ে মোট ১১ বছরের কারাদণ্ড হয় তাঁর। পরে ২০১৯ সালে লাহোর হাইকোর্ট নওয়াজের সাজা স্থগিত করে চিকিৎসার জন্য তাঁকে বিদেশে যাওয়ার অনুমতি দেন। তখনই লন্ডনে গিয়ে তিনি আর পাকিস্তানে ফেরেননি।

সম্প্রতি নওয়াজের নাম এক্সিট কন্ট্রোল লিস্ট (ইসিএল) থেকে বাদ দিয়ে তাকে নতুন পাসপোর্ট দেওয়া হয়েছে। তবে আগের মতো কূটনৈতিক লাল পাসপোর্ট নয়, নতুন সবুজ পাসপোর্ট পেয়েছেন তিনি। যার মেয়াদ থাকবে আগামী ১০ বছর। জিও টিভি জানিয়েছে, গত ২৩ এপ্রিল পাসপোর্টটি ইস্যু করা হয়েছে। এটি পাওয়ার পর নওয়াজের পাকিস্তানে ফিরতে আর কোনো বাধা থাকল না।