ফের উন্নাওতে তরুণীকে গণধর্ষণ, খুনের অভিযোগ

কাজে যোগ দিতে গিয়ে প্রথম দিনেই প্রাণ হারিয়েছেন উত্তরপ্রদেশের উন্নাওয়ের এক তরুণী নার্স। পরিবারের দাবি, তাঁদের মেয়েকে ধর্ষণ করে খুন করা হয়েছে। প্রথম দিন চাকরিতে…

কাজে যোগ দিতে গিয়ে প্রথম দিনেই প্রাণ হারিয়েছেন উত্তরপ্রদেশের উন্নাওয়ের এক তরুণী নার্স। পরিবারের দাবি, তাঁদের মেয়েকে ধর্ষণ করে খুন করা হয়েছে। প্রথম দিন চাকরিতে যোগ দিতে যাওয়ার আগে সে যথেষ্টই হাসিখুশি ছিল। কয়েক ঘণ্টার মধ্যে কী এমন ঘটল যার জন্য তাঁদের মেয়ে এভাবে আত্মঘাতী হল। তাই বিষয়টি নিয়ে যযাযথ তদন্তের দাবি জানিয়েছে মৃত নার্সের পরিবার।

ওই তরুণীর মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ দেহটি ময়না তদন্তে পাঠায়। জেলার অতিরিক্ত পুলিশ সুপার শশীশেখর শিং সোমবার বলেছেন, ময়নাতদন্তের রিপোর্টে ওই নার্সের উপর যৌন নিগ্রহ হয়েছে এমন কোনও প্রমাণ মেলেনি। দমবন্ধ হয়েই ওই নার্সের মৃত্যু হয়েছে। এএসপির আরও দাবি, সম্প্রতি প্রেমিকের সঙ্গে মেয়েটির সম্পর্ক ভেঙে গিয়েছিল। সে কারণেই ওই তরুণী আত্মঘাতী হয়েছেন। তবে মৃতার পরিবার এবং এলাকার অনেকেই পুলিশের এই যুক্তি মানতে নারাজ। মৃতার মা অভিযোগ করেছেন, পুলিশ ঘটনাটি ধামাচাপা দিতে চাইছে। সে কারণেই তাঁর মেয়ের বিরুদ্ধে এ ধরনের কুৎসা রটাচ্ছে পুলিশ।

ময়নাতদন্তের রিপোর্ট নিয়েও কারচুপি হয়েছে। নিউ জীবন নামে যে বেসরকারি হাসপাতালে ওই তরুণী চাকরি পেয়েছিলেন সেখানকার দুই মালিক ও ম্যানেজার তাঁর মেয়েকে ধর্ষণ করে খুন করেছে। শুক্রবারই কাজে নিউ জীবন নামে ওই হাসপাতালের ছাদ থেকে ওই তরুণীর দেহ উদ্ধার হয়। এরই মধ্যে এদিন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মৃতার পরিবারকে পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ দিয়েছেন। এ ঘটনায় অনেকেই অভিযোগ করেছেন, যোগী টাকা ছড়িয়ে বিষয়টি ধামাচাপা দিতে চাইছেন।