‘রাজ্যে মানুষের উন্নয়নের কথা ভেবে বোমা শিল্প শুরু করেছে সরকার’: বিমান বসু

কলকাতায় (Kolkata) অটোর মধ্যে বিপুল পরিমাণ বোমা ও অস্ত্র উদ্ধারের ঘটনায় রাজনৈতিক মহলে আলোড়িত। হরিদেবপুরে ৪১ পল্লী ক্লাবের সামনে দাঁড়িয়ে থাকা অটোর মধ্যে মিলেছে ১৯টি…

biman basu

কলকাতায় (Kolkata) অটোর মধ্যে বিপুল পরিমাণ বোমা ও অস্ত্র উদ্ধারের ঘটনায় রাজনৈতিক মহলে আলোড়িত। হরিদেবপুরে ৪১ পল্লী ক্লাবের সামনে দাঁড়িয়ে থাকা অটোর মধ্যে মিলেছে ১৯টি বোমা ও একটি আগ্নেয়াস্ত্র ও ২ রাউন্ড গুলি।

প্রবীণ সিপিআইএম নেতা ও বামফ্রন্ট চেয়ারম্যান নেতা বিমান বসু (Biman Basu) জানিয়েছেন, রাজ্য সরকার বর্তমানে শিল্পের উন্নয়ন চেয়েছে আর তার মধ্যে যুক্ত হয়েছে বোমা শিল্প। যারা নিত্যদিন রাজ্যের শিল্প নিয়ে ভেবে এসেছে, তারা হয়তো ভেবেছে সাধারন মানুষের উন্নয়নের জন্য বোমা শিল্পটাও ভালো।

বিমান বসুর মন্তব্য নিয়েও আলোড়ন। যদিও সিপিআইএম এখন আর মূল বিরোধী দল নয় রাজ্যে। তবে গত কয়েকটি পুর ও উপনির্বাচনে ফের বাম শিবিরে ভোটের হাওয়া। প্রধান বিরোধী দল বিজেপির তুলনায় ভোটের নিরিখে এগিয়ে এসেছে সিপিআইএম। রাজ্যে বাম জমানায় আইন শৃঙ্খলার অবনতি এতটা ছিলনা বলেই রাজনৈতিক বিশ্লেষণে আলোচিত হচ্ছে।

কলকাতার হরিদেবপুরে (Haridevpur bomb) আগ্নেয়াস্ত্র উদ্ধার তদন্ত চলছে। ৪১ পল্লী ক্লাবের পাশেই রয়েছে একটি ফাইন্যান্স কোম্পানি রয়েছে। এই ফাইন্যান্স কোম্পানির অটোতে বোমা পাওয়া গেছে। তার মালিক টাকা শোধ করতে পারেনি বলে এই অটোটি নিয়ে আসা হয়েছিল। কবে কারা বোমা রেখেছে সেটা স্পষ্ট না।

যে অটোটি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছিল সেই অটোটি যেখানে দাঁড়িয়েছিল সেই জায়গাটি অত্যন্ত জনবহুল। এবং ৪১ পল্লী ক্লাবের সামনে থাকায় সেই ক্লাবের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। শুরু হয়েছে ফুটেজ খতিয়ে দেখার কাজ। এছাড়াও স্থানীয় মানুষদের থেকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করা হচ্ছে, কতদিন ধরে অটোটি দাঁড়িয়ে আছে? কেউ সেই অটোটির দেখভাল করছিল কিনা।