শতাব্দী এক্সপ্রেস যাত্রীদের নিষিদ্ধ উগ্র হিন্দুত্ববাদী পত্রিকা দিয়ে বিতর্কে রেল

বেঙ্গালুরু থেকে চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিল শতাব্দী এক্সপ্রেস। এই ট্রেনের যাত্রীদের হাতে সাধারণত তুলে দেওয়া হয় প্রথম সারির কোনও জাতীয় সংবাদপত্র। শুক্রবার যাত্রীরা হাতে পেলেন…

বেঙ্গালুরু থেকে চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিল শতাব্দী এক্সপ্রেস। এই ট্রেনের যাত্রীদের হাতে সাধারণত তুলে দেওয়া হয় প্রথম সারির কোনও জাতীয় সংবাদপত্র। শুক্রবার যাত্রীরা হাতে পেলেন নিষিদ্ধ হওয়া হিন্দুত্ববাদী পত্রিকা ‘আর্যাবর্ত এক্সপ্রেস’।

এই ম্যাগাজিন পেয়ে বেশ কিছু যাত্রী তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। যাত্রীদের ক্ষোভের আঁচ টের পেয়ে এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে আইআরসিটিসি।

শুক্রবার বেঙ্গালুরু থেকে চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা দেয় শতাব্দী এক্সপ্রেস। যাত্রীদের পড়ার জন্য দৈনিক সংবাদপত্রের সঙ্গে দেওয়া হয় বিতর্কিত হিন্দুত্ববাদী পত্রিকা ‘আর্যাবর্ত এক্সপ্রেস’। অভিযোগ, এই পত্রিকাটি কট্টর মুসলিম বিরোধী বলে পরিচিত। যে কারণে বেঙ্গালুরুতে এই পত্রিকা আগেই নিষিদ্ধ হয়েছে।

শুক্রবার সেই নিষিদ্ধ পত্রিকা শতাব্দী এক্সপ্রেসের যাত্রীদের হাতে আসতেই শুরু হয় বিতর্ক। ওই পত্রিকায় শুক্রবারের সম্পাদকীয়তে লেখা হয়েছে, ভারতে মুসলিম শাসনকালে কীভাবে হিন্দু, বৌদ্ধ, শিখদের নিধন করা হয়েছে।

এ ধরনের একটি উগ্র ধর্মীয় পত্রিকা হাতে পেয়েই ক্ষোভে ফেটে পড়েন একাধিক যাত্রী। সঙ্গে সঙ্গেই তাঁরা ট্যুইট করে আইআরসিটিসি কাছে অভিযোগ করেন। কয়েকজন যাত্রী দাবি করেন, ভুলবশত নয়, ইচ্ছাকৃতভাবেই এই পত্রিকা বিলি করা হয়েছে। আসলে দেশের শাসক দল বিজেপির মূল উদ্দেশ্য হল, মানুষের মধ্যে বিভাজন ও বিদ্বেষ তৈরি করা। সেই লক্ষ্য পূরণ করতেই তারা আইআরসিটিসিকে দিয়ে এই কাজ করিয়েছে।

প্রবল যাত্রী ক্ষোভের আঁচ টের পেয়ে মুখ খুলেছে আইআরসিটিসি। সংস্থা জানিয়েছে, কীভাবে এধরনের একটি ভুল হল তা জানতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তবে তদন্তের নির্দেশ দেওয়ার কথা জানালেও এই ঘটনার দায় সংবাদপত্র বিলির দ্বায়িত্বে থাকা ঠিকাদারের উপর চাপিয়েছে আইআরসিটিসি। সংস্থা জানিয়েছে, সংবাদপত্র বিলির দায়িত্বে থাকা ঠিকাদারের ভুল প্রমাণ হলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। তবে আগামী দিনে যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয় সেদিকে সংস্থা সতর্ক থাকবে।