রাষ্ট্রপতি দ্বারা মনোনীত হয়ে সংসদে যাচ্ছেন শিশির!

একসময় ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছের রাজনৈতিক ব্যক্তিত্ব। ২১ এর বিধানসভা নির্বাচনের সময় মমতাকেই হারাতে তাঁকে দেখা গেল অমিত শাহের মঞ্চে। পুরসভা নির্বাচনে ছেলে শুভেন্দুর দলের…

একসময় ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছের রাজনৈতিক ব্যক্তিত্ব। ২১ এর বিধানসভা নির্বাচনের সময় মমতাকেই হারাতে তাঁকে দেখা গেল অমিত শাহের মঞ্চে। পুরসভা নির্বাচনে ছেলে শুভেন্দুর দলের প্রার্থীর হয়ে ভোট চাইতে দেখা গেছে তাঁকে। কিন্তু বঙ্গ রাজনীতিতে তিনি কোন দলে তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। সেই ধোঁয়াশা কাটাতেই এবার উদ্যোগ নিল দীন দয়াল উপাধ্যায় মার্গের নেতারা। শোনা যাচ্ছে, রাষ্ট্রপতি দ্বারা মনোনিত হয়ে এবার সংসদের সদস্য হতে চলেছেন তিনি।

হঠাৎ করে এই সিদ্ধান্তের কারণ কী? বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন শুভেন্দু অধিকারী। সেবার বিধায়ক সহ মন্ত্রীসভা পদ থেকে ইস্তফা দিয়েই বিজেপির সদস্যপদ নিতে দেখা গিয়েছিল শুভেন্দুকে। কিন্তু নির্বাচনের পর মুকুল রায়ের দলবদল নিয়ে প্রশ্ন তুলেছেন শুভেন্দু। কেন বিজেপির বিধায়ক পদ ত্যহেকে ইস্তফা দেবেন না মুকুল রায়? তা নিয়ে এখনও টানাপোড়েন অব্যাহত।

অন্যদিকে, শিশির অধিকারীর সাংসদ পদ খারিজের দাবীতে সরব হয়েছে সুদীপ বন্দ্যোপাধ্যায়রা। স্পিকার ওম বিড়লার কাছে বারবার দরবার করতে দেখা গেছে তাঁদেরকে। তাই তৃণমূলের মুখের ওপর জবাব দিতেই এই পরিকল্পনা রয়েছে বঙ্গ বিজেপির? যদিও এবিষয়ে মুখ খুলতে নারাজ বিজেপি নেতৃত্ব।

যদিও বিজেপি সূত্রে খবর, সম্প্রতি দুই দিনের বঙ্গ সফরে দলীয় নেতাদের সঙ্গে এবিষয়ে আলোচনা করেছেন কেন্দ্রিয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারীও। রাষ্ট্রপতি নির্বাচিত পাঁচ খালি পদের মধ্যে একটি পদে বাংলা থেকে রাজ্যসভার পদে থেকে যাচ্ছেন স্বপন দাশগুপ্ত। রূপা গঙ্গোপাধ্যায়ের পরিবর্তে এবার মনোনীত হতে পারেন শিশির অধিকারী। যদিও সিদ্ধান্তের বিষয়ে এখনও মুখে কুলুপ এঁটেছেন গেরুয়া শিবিরের নেতারা।

তবে জল্পনায় পিছিয়ে নেই ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ের নাম। দুইজনের মধ্যে কাকে নির্বাচিত করবে বিজেপি? রাজনৈতিক মহলে শুরু জোর জল্পনা।