রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনের (Ukraine) অবরুদ্ধ শহর মারিউপোলে হামলা তখনই বন্ধ হবে যখন ইউক্রেনীয় সেনারা আত্মসমর্পণ করবে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে এমন মন্তব্য করেন পুতিন।
রুশ প্রেসিডেন্ট কার্যালয়ের এক বিবৃতিতে একথা জানানো হয়েছে। তবে ফ্রান্সের কর্মকর্তারা জানিয়েছেন, মারিউপোল থেকে অসামরিকদের সরিয়ে নেওয়ার পরিকল্পনা বিবেচনায় সম্মত হয়েছেন পুতিন।
মার্কিন স্যাটেলাইট কোম্পানি মাক্সার প্রকাশিত ছবিতে দেখা গেছে, ইউক্রেনের বহু এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আর রাশিয়ার কামান গোলাবর্ষণের জন্য প্রস্তুত রাখা হয়েছে।
ফ্রান্স জানিয়েছে ইউক্রেনের মারিউপোল শহরের পরিস্থিতি ভয়াবহ। ফ্রান্স, তুরস্ক, গ্রিস এবং বেশ কয়েকটি মানবাধিকার গোষ্ঠী পুতিনের কাছে অনুরোধ করে মারিউপোল থেকে সাধারণ বাসিন্দাদের সরানোর জন্য। ভ্লাদিমির পুতিন ফ্রান্সের প্রেসিডেন্টকে বলেছেন তিনি প্রস্তাবটি নিয়ে ভাবছেন। শহরটিতে জরুরি মানবিক সাহায্য পৌঁছাতে এবং নিরাপদে সরে যাওয়া নিশ্চিতে রুশ বাহিনী যেসব পদক্ষেপ নিয়েছে তার বিস্তারিত ফ্রান্সের প্রেসিডেন্টকে জানিয়েছেন পুতিন।