IPL 2022: ব্যাটিং বিপর্যয় নাইটদের, বিরাটদের চেপে ধরেও হল না শেষরক্ষা

চেন্নাই সুপার কিংসকে হারিয়ে এবারের আইপিএল (IPL 2022) অভিযান শুরু করেছিল কলকাতা নাইট রাইডার্স (KKR)। কিন্তু দ্বিতীয় ম্যাচেই মুখ থুবড়ে পড়ল শ্রেয়স আয়ারের দল। পাশাপাশি…

RCB lost to KKR by 3 wickets

চেন্নাই সুপার কিংসকে হারিয়ে এবারের আইপিএল (IPL 2022) অভিযান শুরু করেছিল কলকাতা নাইট রাইডার্স (KKR)। কিন্তু দ্বিতীয় ম্যাচেই মুখ থুবড়ে পড়ল শ্রেয়স আয়ারের দল। পাশাপাশি চলতি আইপিএলে প্রথম জয় কুড়িয়ে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB)। ৪ বল বাকি থাকতে কেকেআরকে ৩ উইকেটে হারাল আরসিবি।

এই মাঠেই এবার আইপিএল যাত্রা শুরু করেছিল আরসিবি। ২০০-র ওপর রান তুলেও পঞ্জাবের কাছে অবশ্য হেরে টুর্নামেন্ট শুরু করেছিলেন ফাফ ডু প্লেসি-বিরাট কোহলিরা। এবার কিন্তু চিত্রটা সম্পূর্ণ ভিন্ন। রানের ফুলঝুড়ির পরিবর্তে এই মাঠ হয়ে উঠল বোলারদের স্বর্গরাজ্য।

টসে জিতে নাইটদের ব্যাট করতে পাঠান ফাফ। শুরু থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে কেকেআর। আট নম্বরে ব্যাট করতে নেমে আন্দ্রে রাসেল সর্বোচ্চ ২৫ রান করেন দলের হয়ে। তবে নাইট টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। নারিন-বিলিংস-জ্যাকসনদের আগে কেন রাসেলকে পাঠানো হল না, তা নিয়ে সমালোচনার মুখে পড়েছে শ্রেয়স অ্যান্ড কোং। রাসেলের মধ্যে এদিন কিন্তু পুরনো ঝলক দেখা গিয়েছিল। উলটো দিকে উইকেট না থাকায় তিনি বেশিক্ষন থিতু হওয়ারও সময় পাননি।

একটু ওপরের দিকে রাসেলকে নামালে হয়তো এত করুণ পরিস্থিতি হত না কেকেআরের। শেষ পর্যন্ত ১৮.৫ ওভারে ১২৮ রানে অলআউট হয়ে যায় কিং খানের দল। লঙ্কান অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা একাই চারটি উইকেট পান। তিনটি উইকেট নেন বাংলার পেসার আকাশ দীপ। দুটি উইকেট পেয়েছেন হর্ষল প্যাটেল। অপরটি গিয়েছে সিরাজের ঝুলিতে।

অল্প পুঁজি হাতে নিয়ে ঠিক যেভাবে শুরু করা প্রয়োজন, সেভাবেই করেছিলেন উমেশ যাদবরা। গত ম্যাচের মতো এদিন নতুন বলে ভয়ঙ্কর হয়ে উঠলেন উমেশ। অনুজ রাওয়াতের পর তাঁর দ্বিতীয় শিকার বিরাট। অবশ্য কোহলির আগেই ফাফকে সাজঘরে ফেরান টিম সাউদি। শিভম মাভির পরিবর্তে এদিন প্রথম একাদশে আসেন কিউই পেসার সাউদি। ১৭ রানে তিন উইকেট ফেলে দিয়ে আরসিবিকে চেপে ধরে কেকেআর। কিন্তু শেষ পর্যন্ত তার ফায়দা তুলতে পারেনি বাদশার দল। ডেভিড উইলি-শেরফানে রাদারফোর্ড-শাহবাজ আহমেদারা ম্যাচ টেনে নিয়ে যেতে থাকেন। বাংলার অলরাউন্ডার শাহবাজ মারমুখী মেজাজে ২০ বলে ২৭ রান করে আউট হন।

বোলিং পরিবর্তন নিয়েও কাঠগড়ায় শ্রেয়স। ১৮ ওভারের মধ্যেই উমেশ-সাউদিদের স্পেল শেষ করিয়ে দেন তিনি। ১৯তম ওভারে ম্যাচে প্রথমবার বল তুলে দেন ভেঙ্কটেশের হাতে। তার আগে রাসেল অনেক রান খরচ করলেও, ভেঙ্কটেশকে বল দেননি শ্রেয়স। শেষ পর্যন্ত প্রাক্তন নাইট দীনেশ কার্তিক হর্ষলকে সঙ্গে নিয়ে ম্যাচ বের করেন। নাইটদের হয়ে সাউদি সর্বোচ্চ তিনটি উইকেট নেন।