Vladimir Putin: ‘পুতিনকে হত্যার চেষ্টা’, বাংকারে ঢুকলেন রুশ প্রেসিডেন্ট

ক্রেমলিনের দুর্ভেদ্য প্রাচীর ভেদ করে ড্রোন দিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে (Vladimir Putin) খুনের চেষ্টা করেছে ইউক্রেন। এমনই অভিযোগ রাশিয়ার। মস্কোর অভিযোগ ঘিরে দুনিয়া সরগরম।…

ক্রেমলিনের দুর্ভেদ্য প্রাচীর ভেদ করে ড্রোন দিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে (Vladimir Putin) খুনের চেষ্টা করেছে ইউক্রেন। এমনই অভিযোগ রাশিয়ার। মস্কোর অভিযোগ ঘিরে দুনিয়া সরগরম। কী করে ক্রেমলিনের নিরাপত্তা ভেঙে এমনটা করা সম্ভব তা নিয়ে তীব্র বিতর্ক।

রুশ ইউক্রেন যুদ্ধের মাঝে পুতিনকে খুনের চেষ্টা করা হয় এমন বার্তার পর রাশিয়ার প্রেসিডেন্টের নিরাপত্তা ব্যবস্থা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে।

রাশিয়া বলছে মঙ্গলবার রাতে মস্কোর ক্রেমলিন প্রাসাদে দুটি ড্রোন দিয়ে হামলার চেষ্টা করা হয়েছে।মস্কোর অভিযোগ তারা এই হামলাকে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যার জন্য ইউক্রেনের চেষ্টা বলে মনে করছে। দুটো ড্রোনের সাহায্যে এই হামলা চালানো হয়েছিল।  সেগুলোকে রুশ বাহিনী আকাশেই ধ্বংস করেছে। এমনই দাবি রাশিয়ার।

প্রেসিডেন্ট পুতিনের মুখপাত্র বলছেন হামলার সময় প্রেসিডেন্ট পুতিন ক্রেমলিনে ছিলেন না। এই হামলায় কোনও ক্ষতি হয়নি

রাশিয়ার এই অভিযোগের জবাবে ইউক্রেন জানায় এই ঘটনার সঙ্গে তাদের সম্পর্ক নেই। তবে রাশিয়া এই ঘটনাকে “পরিকল্পিত আক্রমণ” বলে উল্লেখ করেছে। রাশিয়া এর জবাব দেবে বলেছে। 

আন্তর্জাতিক একাধিক সংবাদ মাধ্যমের দাবি, ড্রোন হামলার পর পরই পুতিন ঢুকেছেন গোপন বাংকারে। তবে রুশ প্রতিরক্ষা মন্ত্রক ইউক্রেনকে হুঁশিয়ারি দিয়ে বলেছে অপেক্ষা করো জবাব মিলবে।