Ukraine Crisis: মিলল পার্লামেন্টের অনুমতি, বিদেশেও সেনাবাহিনী ব্যবহার করতে পারবেন পুতিন

পার্লামেন্ট থেকে মিলল সবুজ সংকেত। রাশিয়ার সাংসদরা প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এবার দেশের বাইরেও সামরিক শক্তি ব্যবহারের অনুমতি দিলেন। সোমবার পুতিন ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদীদের সমর্থনে দেশের বাইরে…

Ukraine Crisis: মিলল পার্লামেন্টের অনুমতি, বিদেশেও সেনাবাহিনী ব্যবহার করতে পারবেন পুতিন

পার্লামেন্ট থেকে মিলল সবুজ সংকেত। রাশিয়ার সাংসদরা প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এবার দেশের বাইরেও সামরিক শক্তি ব্যবহারের অনুমতি দিলেন। সোমবার পুতিন ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদীদের সমর্থনে দেশের বাইরে সেনাবাহিনীর ব্যবহারের অনুমতি চান। মঙ্গলবার রাশিয়ার পার্লামেন্টের উচ্চকক্ষে ১৫৩ জন সিনেটর এই সিদ্ধান্তের পক্ষে ভোট দিয়েছেন।

দিন দুই আগে রাশিয়ার প্রেসিডেন্ট পূর্ব ইউক্রেনের দুটি বিচ্ছিন্ন অঞ্চল – ডোনেস্ক এবং লুহানস্ককে স্বাধীন ঘোষণা করেন। তার ঠিক একদিন পরেই এই পদক্ষেপ নেওয়া হয়। ইউক্রেনের দুটি অঞ্চলকে স্বাধীন ঘোষণা করার পর পুতিন রাশিয়ার সশস্ত্র বাহিনীকে ইউক্রেনের বিচ্ছিন্ন অঞ্চলে চলে যাওয়ার নির্দেশ দেন। তার পর থেকে আমেরিকা ও রাশিয়ার মধ্যে বাড়তে থাকে উত্তেজনা। রাষ্ট্রসংঘ কড়া নিন্দা জানায়। রাশিয়া লাগোয়া পূর্ব ইউক্রেনে রুশপন্থী বিদ্রোহীদের নিয়ন্ত্রিত বিচ্ছিন্ন দুই অঞ্চলকে রাশিয়ার সেনা মোতায়েনের নির্দেশ দেন তিনি। মূলত এই দুই অঞ্চলে ‘শান্তি নিশ্চিত’ করতে রুশ সেনাদের নির্দেশ দিয়েছেন তিনি। রাশিয়া তার এই সিদ্ধান্তের কথা ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন ও জার্মান চ্যান্সেলার ওলাফ শলৎসকে জানিয়ে দেয়। কিন্তু দুই দেশের প্রধান তীব্র অসম্মতি প্রকাশ করে।

Advertisements

ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যে পদক্ষেপ নিয়েছে তার বিরুদ্ধাচরণ করেছেন বাইডেন। তিনি বলেন, “আমরা দুটি রুশ আর্থিক প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করছি। রাশিয়া আর পশ্চিমের দেশগুলির কাছ থেকে অর্থ সংগ্রহ করতে পারবে না বা পশ্চিমের বাজারে বাণিজ্য করতে পারবে না। আগামীকাল থেকে আমরা রাশিয়ান অভিজাত এবং তাদের পরিবারের উপরও নিষেধাজ্ঞা আরোপ করব।”