Weather: কাটছে না দুর্যোগের মেঘ, ফের বৃষ্টির পূর্বাভাস

বঙ্গের উপর থেকে কাটছে না দুর্যোগ। গত সপ্তাহের পর ফের এই সপ্তাহেও বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে রাজ্যে। বৃহস্পতিবার ও শুক্রবার রাজ্যের একাধিক এলাকায় বৃষ্টির সম্ভাবনা…

বঙ্গের উপর থেকে কাটছে না দুর্যোগ। গত সপ্তাহের পর ফের এই সপ্তাহেও বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে রাজ্যে। বৃহস্পতিবার ও শুক্রবার রাজ্যের একাধিক এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তাপমাত্রা কমার কোনও সম্ভাবনা নেই।

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামিকাল থেকে আকাশ মেঘলা হওয়ার সম্ভাবনা। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়াতে হালকা বৃষ্টি হতে পারে।

বঙ্গোপসাগরের উপরে বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এর জন্য স্থানীয় ভাবে মেঘ সৃষ্টি হবে। তার জেরেই বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। বুধবার কলকাতা ও শহরতলিতে বৃষ্টির সম্ভাবনা নেই। আকাশ থাকবে পরিষ্কার।

শুক্রবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া এবং কলকাতায়। উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পংয়ে বুধবারও বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার উত্তরবঙ্গের বাকি জেলা- আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহতেও জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আগামী কয়েকদিন দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১৮ থেকে ১৯ ডিগ্রির আশপাশেই থাকবে। তবে ভোরে এবং রাতের দিকে ঠান্ডা ভাব অনুভূত হতে পারে। পশ্চিমের জেলাগুলিতে আরও কয়েকদিন শীতের আমেজ বজায় থাকবে। বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৮ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৯৭ শতাংশ, স্রবনিম্ন ৫৩ শতাংশ।