Ukraine War: বেলারুশ পৌঁছল রুশ প্রতিনিধিরা, ইউক্রেনের সঙ্গে আলোচনা চায় রাশিয়া?

ইউক্রেনের সঙ্গে আলোচনায় উদ্যোগী রাশিয়া? সম্প্রতি রাশিয়া জানিয়েছে যে তাদের একটি প্রতিনিধি দল ইউক্রেনের প্রতিপক্ষের সঙ্গে আলোচনার জন্য বেলারুশে পৌঁছেছে। এখান থেকেই জল্পনার সূত্রপাত।

Advertisements

ইউক্রেনের রাজধানী কিয়েভ আর দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভ থেকে ক্রমাগত মিলছে বিস্ফোরণের খবর। খারকিভে প্রবেশ করেছে রুশ সেনা। স্থানীয় কর্মকর্তারা এই খবর জানিয়েছেন।

খারকিভ আঞ্চলিক প্রশাসনের প্রধান ওলেগ সিনেগুবভ বলেছে, শহরে সামরিক যান প্রবেশ করেছে। একটি ফুটেজে দেখা গেছে যে কয়েকটি রাশিয়ান সামরিক গাড়ি উত্তর-পূর্ব শহরের রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। রুশ সেনা শহরের কেন্দ্রস্থলে রয়েছে বলে মনে করা হচ্ছে। তিনি এলাকার বাসিন্দাদের ঘরের ভিতরে থাকার কথা বলেছেন। এও জানিয়েছেন, ইউক্রেনের সশস্ত্র বাহিনী রুশ সেনাদের ঠেকাতে ততপর। নাগরিকরা যেন কোনওভাবেই রাস্তায় না বের হন।

Advertisements

এদিকে কিয়েভে ইউক্রেনের সেনা রাশিয়ার অগ্রযাত্রাকে আটকে রেখেছে বলে খবর। শহর থেকে সাইরেনের শব্দ শোনা যাচ্ছে। রাতভর বোমা পড়েছে কিয়েভে। সকালে খবর পাওয়া গিয়েছে ভাসিলকিভের কাছে একটি তেলের ডিপোয় আক্রামণ চালিয়েছে রাশিয়া। খারকিভের দানিলিভকা জেলায় একটি গ্যাস পাইপলাইন উড়িয়ে দিয়েছে রুশ সেনা৷ ২৭ ফেব্রুয়ারি ভোর দেড়টা নাগাদ ঘটনাটি ঘটে৷