Ukraine Crisis: নিশ্চল ন্যাটো বাহিনী, ইউক্রেনের জমিতে দাপাচ্ছে রুশ সেনা

রুশ প্রেসিডেন্টের নির্দেশে ইউক্রেনের সীমান্ত পার করল সেনা বাহিনী। সংবাদ সংস্থা রয়টার্স জানাচ্ছে, ইউক্রেনের দুটি রাজ্যকে স্বাধীন ঘোষণা করে সেখানকার বিদ্রোহীদের সঙ্গে চুক্তি সম্পাদনের পর…

রুশ প্রেসিডেন্টের নির্দেশে ইউক্রেনের সীমান্ত পার করল সেনা বাহিনী। সংবাদ সংস্থা রয়টার্স জানাচ্ছে, ইউক্রেনের দুটি রাজ্যকে স্বাধীন ঘোষণা করে সেখানকার বিদ্রোহীদের সঙ্গে চুক্তি সম্পাদনের পর সেনা অভিযান শুরু করলেন পুতিন।

রুশ সংবাদ সংস্থা তাস জানাচ্ছে, রাশিয়া সরকার তার এলাকায় বিপদে পড়া জনগণকে নিরাপত্তা দেবে।

বিবিসি জানাচ্ছে, হাজার হাজার রুশভাষী ইউক্রেনীয় সীমাম্ত পার করে রাশিয়ায় আশ্রয় নিচ্ছেন।

আন্তর্জাতিক কূটনৈতিক মহলের ধারণা, ইউক্রেনের দুটি রুশভাষী প্রধান রাজ্য রাশিয়ার দখলে চলেই গেল। যেভাবে ক্রিমিয়া অন্তর্ভুক্ত করা হয়েছিল।

ইউক্রেনের দুই রুশপন্থী অঞ্চলকে ‘স্বাধীন’ ঘোষণা করেছে রাশিয়া। আর কারপরই রাশিয়ার বিরুদ্ধে ফুঁসে উঠলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মঙ্গলবার ভোরে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে রাশিয়াকে তিনি শান্তি প্রচেষ্টাকে ধ্বংস করার জন্য দায়ী করেছেন। রাশিয়ার স্বাধীন ঘোষণা করা অঞ্চল ছেড়ে যেতেও অস্বীকার করেছেন তিনি।

ঘটনাটিকে ইউক্রেন সঙ্কটকে ত্বরান্বিত করার ইঙ্গিত বলে মনে করছেন করেছে জেলেনেস্কি। তাঁর আশঙ্কা এর ফলে পশ্চিমের দেশগুলি বড় যুদ্ধ শুরু করতে পারে। ইউক্রেনের সার্বভৌম ভূখণ্ড লঙ্ঘনের জন্য রাশিয়ার দিকে আঙুল তোলেন তিনি। বলেন যে পূর্ব ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদী সংঘাতের অবসানের লক্ষ্যে মিনস্ক শান্তি আলোচনায় বাধা দিচ্ছে মস্কো। ইউক্রেন কূটনীতির মাধ্যমে সংকট সমাধান করতে চেয়েছিল। কিন্তু তাঁরা এভাবেও সমস্যা সমাধানে প্রস্তুত।