Militants Killed: সেনার পাল্টা মারে নিকেশ অন্তত ১৫৬ জঙ্গি

পাল্টা হামলা ইয়েমেন সরকার সেনার। ছিন্নভিন্ন হুথি (Militants Killed) জঙ্গি গোষ্ঠী। সেনা হামলায় অন্তত ১৫৬ জন জঙ্গিকে নিকেশ করা হয়েছে বলে খবর।  সূত্রের খবর, গত…

Militant Killed

পাল্টা হামলা ইয়েমেন সরকার সেনার। ছিন্নভিন্ন হুথি (Militants Killed) জঙ্গি গোষ্ঠী। সেনা হামলায় অন্তত ১৫৬ জন জঙ্গিকে নিকেশ করা হয়েছে বলে খবর। 

সূত্রের খবর, গত দু’দিন লাগাতার জঙ্গিদের ওপর হামলা চালিয়েছে ইয়েমেন সরকারের সেনা। হাজ্জা পরিণত হয়েছে মৃত্যুপুরীতে। সৌদি সীমানার কাছে হারাদ শহরে হয়েছে যুদ্ধ। 

শনিবার এক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দাবি করেছে, শুক্রবার সেনা হামলায় মৃত্যু হয়েছিল ১০৬ জঙ্গির। হুথি গোষ্ঠীর বহু গাড়ির ওপর হয়েছে বোমা বর্ষণ। ইয়েমেন সেনা সরকারের পিছনে রয়েছে সৌদি সরকার। 

ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ের খবর, ষাটজন সেনাকে গুলি হত্যা করেছিল হুথি জঙ্গি গোষ্ঠী। তাদের দখলে চলে গিয়েছিল হাজ্জার উত্তরের শহর হারাদ। জঙ্গিদের হামলায় আহত হয়েছিলেন আরও ১৪০ জন সেনা। আল মহসিন আর্মি ক্যাম্পের দখল নিয়েছিল জঙ্গি দল।

২০১৪ সাল থেকে গৃহ যুদ্ধে জর্জরিত ইয়েমেনের সরকার। হুথি গোষ্ঠীর পিছনে রয়েছে ইরান। দেশের উত্তর অংশের দখল আগেই চলে গিয়েছিল জঙ্গিদের হাতে। নির্বাসিত করা হয়েছিল সৌদি মদতপুষ্ট ইয়েমেন সরকারের প্রেসিডেন্ট রাব্বু মনসুরকে।