Pakistan: ইমরানের সক্ষমতা নেই বিস্ফোরক রেহাম

কোণঠাসা পাকিস্তানের (Pakistan) প্রধানমন্ত্রী ইমরান খান। এরই মধ্যে প্রাক্তন স্ত্রী রেহাম করলেন হামলা। তিনি টুইটে লিখেছেন ইমরানের সক্ষমতা নেই!

রবিবারই ক্ষমতা হারাতে চলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। সংখ্যা গরিষ্ঠতা হারাচ্ছেন তিনি। তবে আস্থা ভোটে লড়াই করবেন।

   

বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণ দেন ইমরান খান। ভাষণে তিনি বলেন, আল্লাহর কৃপায় আমার কিছুর প্রয়োজন নেই কারণ জীবনের সবকিছু- খ্যাতি, সম্পদ ইত্যাদি অর্জন করেছি।  

এরপর শুক্রবার ইমরান খানকে একহাত নিলেন তাঁর প্রাক্তন স্ত্রী রেহাম খান। রেহাম খান বলেন, ‘ইমরান দেশের যে জগাখিচুড়ি করেছেন তা পরিষ্কার করতে জনগণকে একসঙ্গে ঐক্যবদ্ধ হওয়ার দিকে মনোনিবেশ করা উচিত।’ 

রেহাম খান বলেন, ‘ইমরান খানের যা নেই তা হলো বুদ্ধিমত্তা ও সক্ষমতা।’ 

ভাষণে ইমরান খান বলেন, ছোটবেলায় তিনি পাকিস্তানকে শীর্ষে উঠতে দেখেছেন। এ কথার সঙ্গে একমত হয়ে রেহাম বলেন, আপনি যখন প্রধানমন্ত্রী ছিলেন না তখন পাকিস্তান দুর্দান্ত ছিল।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন