মোদীর দেওয়া নিরাপত্তা হারালেন মমতা স্মরণে আশ্রিত রাজীব

তৃণমূলে যোগ দেওয়ার দেড় মাসের মাথায় রাজীব বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার করা হল। পশ্চিমবঙ্গে ‘জেড’ ক্যাটাগরি এবং দেশজুড়ে ‘ওয়াই’ ক্যাটাগরির নিরাপত্তা পেতেন রাজীব। সূত্রের খবর,…

Rajiv, who was sheltered by Mamata, lost the security provided by Modi

তৃণমূলে যোগ দেওয়ার দেড় মাসের মাথায় রাজীব বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার করা হল। পশ্চিমবঙ্গে ‘জেড’ ক্যাটাগরি এবং দেশজুড়ে ‘ওয়াই’ ক্যাটাগরির নিরাপত্তা পেতেন রাজীব। সূত্রের খবর, বুধবার রাজীবের কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছে।

চলতি বছর বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিতে চার্টার্ড ফ্লাইটে দিল্লি উড়ে গিয়েছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায় সহ আরও কয়েকজন। গত ২১ জানুয়ারি তৃণমূল ছাড়েন এবং ২২ জানুয়ারি বিধায়ক পদ থেকে ইস্তফা দেন রাজীব। দিল্লিতে অমিত শাহের বাসভবনে বিজেপিতে যোগদান করেন তিনি। এরপর ৩১ জানুয়ারি ডোমজুড়ের প্রাক্তন বিধায়ককে জেড ক্যাটাগরির নিরাপত্তা দেয় মোদী সরকার।

গত বিধানসভা নির্বাচনে ডোমজুড় কেন্দ্রেই রাজীব ব্যানার্জীকে প্রার্থী করে বিজেপি। তবে নিজের ঘাঁটিতেই পরাজিত হন তিনি। বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশ হওয়ার পর থেকে একাধিকবার বিজেপির বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেন রাজীব। অবশেষে গত ৩১ অক্টোবর ত্রিপুরায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলে প্রত্যাবর্তন হয় রাজীবের।