স্বীকৃতি উদযাপন কলকাতার

News Desk: বাঙালির আবেগের আরও এক নাম দুর্গাপুজো। UNESCO’র আবহমান সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় স্থান পেয়েছে সেই দুর্গাপুজো। গত ১৫ ডিসেম্বর ফ্রান্সের প্যারিসে আয়োজিত হওয়া UNESCO’র…

kolkata_puja

News Desk: বাঙালির আবেগের আরও এক নাম দুর্গাপুজো। UNESCO’র আবহমান সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় স্থান পেয়েছে সেই দুর্গাপুজো। গত ১৫ ডিসেম্বর ফ্রান্সের প্যারিসে আয়োজিত হওয়া UNESCO’র ১৬তম অধিবেশনে ‘কলকাতার দুর্গাপুজো’কে বিশেষ সাংস্কৃতিক হেরিটেজের তালিকায় যুক্ত করা হয়।

সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় দুর্গাপুজোকে ইউনেস্কোর ইনট্যানজিবেল কালচার হেরিটেজ তথা অনুনভবনীয় সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় স্থান দেওয়ার কথা জানানো হয়। কলকাতার দুর্গাপুজোকে ইউনেস্কোর হেরিটেজ তকমার স্বীকৃতিকে উদযাপন করতে বুধবার শহরের রাজপথে পা মেলালেন কলকাতার বিভিন্ন পুজো কমিটির উদ্যোক্তারা। ঢাকের বোলে মুখরিত হল তিলোত্তমার আকাশ-বাতাস।অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের সামনে থেকে শুরু হয়ে ডোরিনা ক্রসিং পর্যন্ত যায় পদযাত্রা। পদযাত্রার পোশাকি নাম, ‘গর্বের বার্তা… হোক পদযাত্রা’। পুজো কমিটির উদ্যোক্তাদের পাশাপাশি এই পদযাত্রায় অংশ নেন কলকাতারা পুজোকে অন্যমাত্রায় নিয়ে যাওয়া শিল্পীরাও। ছিলেন ভবতোষ সুতার, সনাতন দিন্দা, সুশান্ত পাল, রিন্টু দাস, বিশ্বনাথ দে প্রমুখ।