নন্দীগ্রামে ভোট স্বচ্ছ হয়নি, আমায় ফোন করে জানিয়েছিল শুভেন্দু, বিস্ফোরক রাজীব

একুশের বিধানসভা ভোটে বিপুল আসন পেয়ে রাজ্যে ফের একবার ক্ষমতায় ফেরে তৃণমূল সরকার। যদিও অল্প কিছু ভোটের ব্যবধানে নন্দীগ্রাম হাত থেকে ফসকে যায় তৃণমূল সুপ্রিমো…

rajiv-subvendu

একুশের বিধানসভা ভোটে বিপুল আসন পেয়ে রাজ্যে ফের একবার ক্ষমতায় ফেরে তৃণমূল সরকার। যদিও অল্প কিছু ভোটের ব্যবধানে নন্দীগ্রাম হাত থেকে ফসকে যায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। হেরে গিয়েছিলেন শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikar) কাছে। যদিও এই নিয়ে এবার শুভেন্দুর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee) ও জয়প্রকাশ মজুমদার (Jayprakash Majumdar)।

রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, ‘নন্দীগ্রামে ভোট স্বচ্ছ হয়নি, ফল ঘোষণার আমায় ফোন করে নিজে জানিয়েছিল শুভেন্দু। উনি বলেছিলেন যে তিনি হেরে গিয়েছেন। আমাকে শুভেন্দু আরও জানিয়েছিল যে অনেক কায়দা করে জিততে হয়েছে নন্দীগ্রামে। তাহলে কোন মন্ত্রবলে তিনি জিতলেন?’

তিনি আরও বলেন, ‘গোটা বাংলার মানুষ জানে নন্দীগ্রামে ভোট কেমন হয়েছে। আমি তৃণমূল নেত্রীকে অনুরোধ করব যে মামলা করা হয়েছে তার বিচার হোক। সঠিক তদন্ত হোক। আবার পুনর্নিবাচন হোক।’

Advertisements

অন্যদিকে সদ্য তৃণমূলে যোগ দেওয়া জয়প্রকাশ মজুমদার বলেন, ‘২ মে, ২০২১ সালে বিকেল ৫টার সময়ে বিজেপির হেস্টিংসের রাজ্য দফতর থেকে আমি নিজে বলেছিলাম যে নন্দীগ্রামে মাননীয়া জিতেছেন। তাঁকে অভিনন্দন জানাচ্ছি। আমাদের শুভেন্দু অধিকারী হেরেছেন। কারণ বিকেল ৫টায় সেই খবরই ছিল। এর পরবর্তি ক্ষেত্রে যখন উলটে যায় ফলটা আমি তখন নিজে শুভেন্দুকে জিজ্ঞাসা করি যে তুমি জিতলে কি করে? তখন তিনি একটি রহস্যময় হাসি হেসে আমাকে বলেছিলেন জয়প্রকাশ দা অনেক কায়দা করতে হয়েছে।’