ICC Women’s World Cup: বিশ্বকাপে জয়ে ফিরলেন মিতালিরা

নিউজিল্যান্ডের বিরুদ্ধে হারের পর দুর্দান্ত প্রত্যাবর্তন করল ভারতীয় মহিলা দল। টুর্নামেন্টের (ICC Women’s World Cup) তৃতীয় ম্যাচে ক্যারিবিয়ানদের রানের বিরাট ব্যবধানে হারিয়ে দিলেন মিতালি রাজরা।…

নিউজিল্যান্ডের বিরুদ্ধে হারের পর দুর্দান্ত প্রত্যাবর্তন করল ভারতীয় মহিলা দল। টুর্নামেন্টের (ICC Women’s World Cup) তৃতীয় ম্যাচে ক্যারিবিয়ানদের রানের বিরাট ব্যবধানে হারিয়ে দিলেন মিতালি রাজরা। এদিন গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে এদিন প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক মিতালি রাজ। প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা তেমন ভাল হয়নি ভারতের। একটা সময় ৭৮ রানে ৩ উইকেট পড়ে যায়। সেখান থেকে খেলা ঘুরিয়ে দেন স্মৃতি মন্ধানা এবং হরমনপ্রীত কৌর।

চতুর্থ উইকেটের জুটিতে ১৮৪ রান যোগ করেন টিম ইন্ডিয়ার বিস্ফোরক দুই ব্যাটার। স্মৃতি মন্ধানা ১১৯ বলে ১২৩ রানের অনবদ্য ইনিংস খেলেন। স্মৃতির পাশাপাশি এদিন সেঞ্চুরি করেন হরমনপ্রীতও। এটি তাঁর কেরিয়ারের চতুর্থ সেঞ্চুরি।

জোড়া সেঞ্চুরির দৌলতে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ৩১৭ রান তোলে ভারত। যা কিনা টি-২০ বিশ্বকাপের ইতিহাসে ভারতের সর্বোচ্চ রান। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভাল করে ওয়েস্ট ইন্ডিজও। প্রথম ১২ ওভারে ১০০ রান তুলে ফেলে প্রোটিয়ারা। ১০০ রানের মাথায় প্রথম উইকেট পড়ার পর তাসের ঘরের মতো ভেঙে পড়ে ক্যারিবিয়ানদের ইনিংস। ১৬২ রানে অল আউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ভারত জেতে ১৫৫ রানে।

এই জয়ের ফলে ৩ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে বিশ্বকাপের পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে এল ভারত। এরপর ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মত কঠিন প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হতে হবে টিম ইন্ডিয়াকে। তবে, এদিনের জয় শেষ চারের লড়াইয়ে এগিয়ে দিল ঝুলনদের।