East Bengal: বদলে যাচ্ছে ইস্টবেঙ্গলের কার্ডের পরিচিত লাল-হলুদ রং

বদলে যাচ্ছে ইস্টবেঙ্গলের ক্লাবের বার্ষিক রিনিউয়াল কার্ডের রঙ। এবার গর্বের লাল-হলুদের (East Bengal) বদলে দেখা যাবে নীল সাদা রঙ।লাল হলুদের বদলে নীল সাদা রংয়ের পিছনে…

East-Bengal_Card

বদলে যাচ্ছে ইস্টবেঙ্গলের ক্লাবের বার্ষিক রিনিউয়াল কার্ডের রঙ। এবার গর্বের লাল-হলুদের (East Bengal) বদলে দেখা যাবে নীল সাদা রঙ।লাল হলুদের বদলে নীল সাদা রংয়ের পিছনে অনেকে রাজনৈতিক সমীকরণ দেখছে।ইতিমধ্যে সমর্থক’রা আন্দোলনের পথে নামার কথা ভাবছে।

নতুন কার্ডের রং নীল-সাদা। ইস্টবেঙ্গলের শতবর্ষের লোগো এবং ক্লাবের নাম থাকছে। পরবর্তী সময়ে ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকারের সাথে যোগাযোগ করা হলে তিনি সেই প্রসঙ্গ এড়িয়ে যান‌।

ক্লাব সচিব কল‍্যান মজুমদারের বক্তব্য, এরমধ্যে রাজনীতি’র কিছু’ই নেই।আগেও কখনও ক্লাবে রাজনীতি’র আমদানি হয়নি, এখনও হবেনা।জানানো হয়েছে ভাবনা চিন্তা করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এটা ক্লাবের সিদ্ধান্ত।

গত ১৭ আগষ্ট ইস্টবেঙ্গলের আর্কাইভ উদ্বোধনে এসেছিলেন রাজ‍্যের মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিন বলেছিলেন মোহনবাগান,ইস্টবেঙ্গলের পাশাপাশি মহামেডান’ও খেলুক আইএসএলে।ইমামি’র সাথে কথাবার্তা বলে তাদের’কে ক্লাব’কে বিনিয়োগ করার পরামর্শ দিয়েছিলেন।এবং বলেছিলেন আগামী কয়েক বছর ইস্টবেঙ্গলের আর কোনও রকম সমস্যা নেই।

এছাড়া ওইদিন ৫০ লাখ টাকার অনুদান দিয়েছিলেন তিনি ইস্টবেঙ্গল’কে।প্রসঙ্গত, ইতিমধ্যে ডুরান্ড কাপে অভিযান শুরু করেছে ইস্টবেঙ্গল।প্রথম ম‍্যাচে নৌ সেনার বিরুদ্ধে গোল শূন্য ড্র করেছে।