ATK Mohun Bagan: সবুজ-মেরুন জনতা দরবারে আন্তোনিও লোপেজ হাবাস

সোশাল মিডিয়া জুড়ে ATK মোহনবাগানের (ATK Mohun Bagan) প্রাক্তন হেডকোচ আন্তোনিও লোপেজ হাবাসকে নিয়ে তোলপাড়। বুধবার, ইনস্ট্রাগামে নিজের প্রোফাইলে হাবাস নিজের ছবি পোস্ট করতেই সবুজ…

Antonio Lopez Habas

সোশাল মিডিয়া জুড়ে ATK মোহনবাগানের (ATK Mohun Bagan) প্রাক্তন হেডকোচ আন্তোনিও লোপেজ হাবাসকে নিয়ে তোলপাড়। বুধবার, ইনস্ট্রাগামে নিজের প্রোফাইলে হাবাস নিজের ছবি পোস্ট করতেই সবুজ মেরুন সমর্থকরা স্প্যানিশ কোচকে নিয়ে আহ্লাদে আটখানা।

ভারতীয় ফুটবলে মরসুমে বেশ কয়েক বছর কাটিয়েছেন ৬৫ বছরের পোজোব্লানকোর বাসিন্দা আন্তোনিও লোপেজ হাবাস। বর্তমানে হাবাস কোনও ক্লাব দলের কোচিং’র সাথে জড়িত না থাকলেও এদেশে,বিশেষত সবুজ মেরুন সমর্থকদের হৃদয় জুড়ে রয়েছেন। এদিন নিজের প্রোফাইলে ছবি পোস্ট করতেই সবুজ মেরুন জনতা থেকে শুরু করে ATK মোহনবাগানের খেলোয়াড়েরাও লাইক আর কমেন্টের ভালবাসার ছোঁয়াতে ভরিয়ে তুলেছে হাবাসের প্রোফাইল।

   

কে নেই তালিকাতে!তিরি,কিয়ান নাসিরি থেকে শুরু করে শুভাশিস বোস,আনাস, বলবন্ত সিং,প্রাক্তন ভারতীয় দলের অধিনায়ক গৌরমাঙ্গি সিং প্রমুখেরা।আর সবুজ মেরুন সমর্থক কূল, সে তো কথাই নেই! তারা তো আন্তোনিও লোপেজ হাবাসকে ‘কলকাতা গাফার’ আবার কখনো ‘ফায়ার স্যার’ অথবা ‘কামব্যাকের’ অনুরোধ জানিয়েছে। প্রসঙ্গত, ২০২১-২১ ইন্ডিয়ান সুপার লিগের শুরুতে ATK মোহনবাগান আশানুরূপভাবে খেলতে পারছিল না। তাই ১৮ ডিসেম্বর ২০২১ হাবাস হেডকোচ পদ থেকে পদত্যাগ করেন এবং এফসি গোয়ার কোচ হুয়ান ফেরান্দো সবুজ মেরুন ব্রিগেডের হেডস্যার হন।

এখানে উল্লেখ্য যে,স্বেচ্ছায় ইস্তফা দিলেও টিম ম্যানেজমেন্ট প্রথমে হাবাসের ইস্তফা গ্রহণ করতে চায়নি,বরংঞ্চ সময় দিতে চেয়েছিল স্প্যানিশ কোচকে। কিন্তু ইস্তফা ইস্যুতে অনড় অবস্থানের জন্য শেষমেশ ATK মোহনবাগান টিম ম্যানেজমেন্ট আন্তোনিও লোপেজ হাবাসের ইস্তফা পত্র গ্রহণ করে নেয়। ১১ তম রাউন্ডের আগে যা ছিল জোর ধাক্কা প্রীতম কোটালদের কাছে।

গত ISL’এ মরসুমে (২০২১-২২) ATK মোহনবাগান প্রথম ম্যাচ কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ৪-২ গোলের বড় জয় দিয়ে অভিযান শুরু করে। এরপর হাইভোল্টেজ ডার্বি ম্যাচের রঙ ২৩ মিনিটেই সবুজ মেরুন রঙে ভরে ওঠে চিরপ্রতিদ্বন্দ্বী এসসি ইস্টবেঙ্গলকে হারিয়ে, ৩-০ গোলে। এরপর, মুম্বই সিটি এফসি’র কাছে মুখ থুবড়ে পড়ে সবুজ মেরুন ব্রিগেড, ৫-১ গোল হজম করতে হয় হাবাসের ছেলেদের,এটা ছিল হাইভোল্টেজ ডার্বি ম্যাচ জয়ের আফটার এফেক্ট।

জামশেদপুর এফসি ২-১ গোলে হারিয়ে দেয় স্প্যানিশ কোচের টিমকে।এই হার ISL লিগ টেবিলে সবুজ মেরুন শিবিরের কাছে বড় ধাক্কা, লিগ টেবিলে ৪ নম্বর পজিশন হারায়। নিজেদের পঞ্চম ম্যাচে দু’বারের ISL চ্যাম্পিয়ন চেন্নাইন এফসি’র বিরুদ্ধে ১-১ গোলে ড্র করে ATK মোহনবাগান।

৬ ম্যাচে প্রথম দুই ম্যাচে জয় ISL’এ এটিকে মোহনবাগানের, দুই ড্র ম্যাচ, হারের মুখ ২ ম্যাচে,লিগ টেবিলে ছ’নম্বরে। এমন পারফরম্যান্সের জেরে হতাশার থেকে আন্তোনিও লোপেজ হাবাসের ATK মোহনবাগান হেডকোচ পদ থেকে ইস্তফা দেওয়া এবং না চাইতেও টিম ম্যানেজমেন্টের ইস্তফা পত্র গ্রহণের পরেও সবুজ মেরুন সমর্থকরা স্প্যানিশ কোচ আন্তোনিও লোপেজ হাবাসকে ভুলতে পারেনি।আর তাইতো! বুধবার হাবাস সোশাল মিডিয়াতে নিজের ছবি পোস্ট করতেই সবুজ মেরুন ফুটবলার থেকে জনতা সকলেই আবেগের ফল্গুধারাতে গা ভাসিয়েছে।