Ukraine War: যুদ্ধে নামতে রুশ সেনাদের অসত্য কথা বলেছেন পুতিন: সোয়ার্ৎজেনেগারের

ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ না, করার জন্য রুশ সেনাদের কাছে আর্জি জানালেন হলিউড অভিনেতা তথা ক্যালিফোর্নিয়ার প্রাক্তন গভর্নর জেনারেল আর্নল্ড সোয়ার্ৎজেনেগার। ভিডিও বার্তা আর্নল্ড নিজের ট্যুইটারে…

ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ না, করার জন্য রুশ সেনাদের কাছে আর্জি জানালেন হলিউড অভিনেতা তথা ক্যালিফোর্নিয়ার প্রাক্তন গভর্নর জেনারেল আর্নল্ড সোয়ার্ৎজেনেগার। ভিডিও বার্তা আর্নল্ড নিজের ট্যুইটারে পোস্ট করেছেন।

বিশ্বচ্যাম্পিয়ন বডি বিল্ডার বলিউড তারকা বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশের সেনাদের অসত্য কথা বলে যুদ্ধের নামিয়েছেন। এটা পুতিনের ব্যক্তিগত যুদ্ধ। এই যুদ্ধের সঙ্গে রাশিয়ার সাধারণ মানুষের কোনও সম্পর্কই নেই।

পুতিনকে উদ্দেশ্য করে আর্নল্ড বলেছেন, আপনি নিজেই এই যুদ্ধ শুরু করেছেন এবং যুদ্ধের নেতৃত্ব দিচ্ছেন। তাই একমাত্র আপনিই পারেন এই যুদ্ধ বন্ধ করতে। আমি রাশিয়ার মানুষকে যথেষ্টই ভালবাসি এবং শ্রদ্ধা করি। তাই তাঁদের সামনে আমি প্রকৃত সত্যটা তুলে ধরলাম।

এই অভিনেতা তথা রাজনীতিবিদ আরও বলেছেন, রুশ-ইউক্রেন যুদ্ধ সম্পর্কে মানুষকে দূরে রাখা হচ্ছে। কিন্তু মানুষের উচিত এই যুদ্ধের ভয়াবহতা সম্পর্কে সচেতন থাকা। আর্নল্ড এদিন পুতিনকে কার্যত মিথ্যাবাদী বলেছেন। তিনি বলেছেন, আমি জানি রুশ সেনাদের বলা হয়েছে ইউক্রেনকে নাৎসিদের অত্যাচার থেকে মুক্ত করার জন্যই এই যুদ্ধ। ইউক্রেনের পরমাণু অস্ত্র ভাণ্ডার নষ্ট করতে এই যুদ্ধ। কিন্তু এই কথার আদৌ কোনও সত্যতা ও ভিত্তি নেই। ইউক্রেনে আদৌ কোনও পরমাণু অস্ত্রের ভাণ্ডার নেই। বেশ কয়েক বছর আগেই ইউক্রেন তাদের হাতে যে সমস্ত পরমাণু অস্ত্র ছিল তার বেশ কিছু রাশিয়াকে ফিরিয়ে দিয়েছে। বাকি পরমাণু অস্ত্র তারা নিষ্ক্রিয় করে ফেলেছে।