সুপ্রিম কোর্টের উপর আরও নিয়ন্ত্রণ কায়েম করতে চেয়ে ভারতে তীব্র সমালোচনার মুখে পড়েছে নরেন্দ্র মোদী সরকার। একই কারণে গণবিক্ষোভের মুখে পড়লেন তাঁর বন্ধু ইজরায়েলের (Israel) প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।
আন্তর্জাতিক কূটনীতিতে যিনি বিবি বলে পরিচিত। ইজরায়েলের সুপ্রিম কোর্টের উপর আরও নিয়ন্ত্রণ কায়েম চাইছে বেঞ্জামিন প্রশাসন। নরেন্দ্র মোদী সরকার যেমন সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগের অধিকার আরও বেশি করে নিজেদের হাতে নিতে চাইছে, ঠিক তেমনই চাইছেন বেঞ্জামিন নেতানিয়াহু।
বিবির আরও ইচ্ছা সুপ্রিম কোর্টের দেওয়া বেশ কিছু রুলিং দেশের সংসদে খারিজ করে দেওয়া। এই ‘স্বৈরাচারী মতলব’ আন্দাজ করে ইজরায়েল জুড়ে ক্ষোভের আগুন।
নেতানিয়াহুর পদক্ষেপের বিরোধিতা করে পথে নেমেছেন অন্তত ১ লক্ষেরও বেশি মানুষ। সেখানে ১ লক্ষ মানুষ পথে নামা মানে একুশে জুলাইয়ের কলকাতার চেয়েও তীব্র সেই ঢেউ।বিরোধীদের আপত্তি ও গণবিক্ষোভের দাপটে গত ১৮ সপ্তাহ ধরে নেতানিয়াহু কিছুটা থমকে রয়েছেন।
নেতানিয়াহু সরকারের বক্তব্য, বিচার ব্যবস্থা অতিসক্রিয় হয়ে উঠেছে। তারা সংসদ তথা পার্লামেন্টের ব্যাপারেও নাক গলাতে চাইছে। বিচার ব্যবস্থা দেশের মেরুদণ্ড। মানুষ সরকারের থেকে ন্যায় বিচার না পেলে আদালতের দ্বারস্থ হয়। সেই আদালতেও যদি সরকারের কথাই চলে, তা হলে গণতন্ত্রের অবশিষ্ট থাকবে?
ইজরায়েলে নেতানিয়াহু সরকার ফের ক্ষমতায় এসেছে মাত্র পাঁচ মাস হল। এর মধ্যে ৭৪ শতাংশ মানুষ মনে করছে সরকারের কাজকর্ম ভাল না। পর্যবেক্ষকদের অনেকের মতে, ইজরায়েলের শিক্ষিত মানুষের সংখ্যা অনেক বেশি। তাঁরা সরকারের কৌশল ধরে ফেলেছে।