সৌরভ নাকি, সৌরভ স্ত্রী ডোনা? কে হবেন রাজ্যসভার (Rajya Sabha) সাংসদ? এই নিয়ে টিএমসি ও বিজেপি জল্পনা তুঙ্গে। বুধবার সকালে জল্পনা বাড়ালেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। এদিন সকালেই উপস্থিত হলেন কলকাতা পুরসভার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের বাড়িতে।
উল্লেখ্য, বুধবার সকালে ফিরহাদ হাকিমের চেতলার বাড়িতে যান প্রসেনজিৎ। দুজনের মধ্যে বেশ কিছু সময় ধরে চলে কথাবার্তা। পরে সোজা বেরিয়ে বাড়ি ফিরে যান প্রসেনজিৎ। এরপরেই মেয়র ফিরহাদ হাকিম বলেন, তাঁর সঙ্গে প্রসেনজিৎ বন্ধুত্ব দীর্ঘদিনের। তাই দেখা করতে এসেছিলেন তিনি। টানা দুই মাস মুম্বইতে থাকার পর সোজা চলে আসেন তাঁর বাড়িতে।
সর্বদা রাজনীতি থেকে নিজেকে সরিয়ে রেখেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। অনেক রাজনৈতিক দল টানার চেষ্টা করলেও সেভাবে গুরুত্ব দেননি তিনি। কিন্তু সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নৈশ্যভোজের পর প্রসেনজিতের সঙ্গে মেয়রের সাক্ষাত ঘিরে রাজনৈতিক জল্পনা প্রবল।
যদিও ফিরহাদ হাকিম জানিয়েছেন, এর আগে ৪০ বার সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে গিয়ে তিনি খেয়ে এসেছেন। তখন খবর হয়নি। একদিন অমিত শাহ খেতে এসেই এত কথা।
উল্লেখ্য, অমিত শাহের সঙ্গে নৈশ্যভোজের পর রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়। শোনা যায় রাষ্ট্রপতি দ্বারা নির্বাচিত সাংসদ হতে চলেছে সৌরভ পত্নী ডোনা গঙ্গোপাধ্যায়। তবে কী সেই সূত্র ধরেই রাজনীতিতে প্রসেনজিৎ? জল্পনা তুঙ্গে।