Pakistan: প্রধানমন্ত্রী হয়েই ‘দিলদার’ শাহবাজ শরিফ, সরকারি কর্মীদের বেতন বাড়ল

পাকিস্তানের (Pakistan) ২৩ তম প্রধানমন্ত্রী (Prime Minister) হিসেবে পার্লামেন্টে দেওয়া প্রথম ভাষণে সরকারি কর্মচারীদের সর্বনিম্ন বেতন বাড়িয়ে ২৫ হাজার টাকা (পাকিস্তানি রুপি) করার ঘোষণা করল্ন…

Prime Minister of Pakistan

পাকিস্তানের (Pakistan) ২৩ তম প্রধানমন্ত্রী (Prime Minister) হিসেবে পার্লামেন্টে দেওয়া প্রথম ভাষণে সরকারি কর্মচারীদের সর্বনিম্ন বেতন বাড়িয়ে ২৫ হাজার টাকা (পাকিস্তানি রুপি) করার ঘোষণা করল্ন শাহবাজ শরিফ। সদ্য বিদায় নেওয়া ইমরান খানের আমলে এটি ১৫ হাজার টাকা ছিল। সেক্ষেত্রে একধাক্কায় দশ হাজার টাকা বেতন বাড়ছে।

শাহবাজ শরিফ জানান ১ এপ্রিল থেকে নতুন বেতন কাঠামো কার্যকর হবে। এই ঘোষণার পর পাকিস্তানে জুড়ে চাঞ্চল্য। সেই সঙ্গে প্রশ্ন উঠতে, নিম্নতম বেতনে দশ হাজার টাকা বৃদ্ধিতে কোষাগারে বিপুল ধাক্কা আসতে চলেছে। শাহবাজ শরিফ চমকের রাজনীতি করছেন বলেও বিরোধী দলের কটাক্ষ।

   

অনাস্থা প্রস্তাবে ইমরান খান ক্ষমতা হারানোর দু’দিন পর এদিন পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের এই সভাপতি শাহবাজ শরিফ পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। যদিও তার নির্বাচনের সময় ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) আইনপ্রণেতারা গণপদত্যাগ করেন। শাহবাজ পার্লামেন্টে ১৭৪ ভোট পেয়ে প্রধানমন্ত্রী হন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন পিটিআইয়ের শাহ মাহমুদ কুরেশি। কিন্তু তার দল ওয়াক আউট করায় তিনি কোনও ভোট পাননি। 

শাহবাজ তার বক্তব্যে বলেন, পাকিস্তানের ইতিহাসে এই প্রথমবার কোনো প্রধানমন্ত্রী অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতাচ্যুত হলেন। ভাষণে সর্বনিম্ন বেতন বাড়ানোর পাশাপাশি গমের মূল্য কমানো, তরুণদের ল্যাপটপ প্রদান এবং গরিবদের আর্থিক সাহায্যের ঘোষণা করেন তিনি।