রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin) সঙ্গে বৈঠকে করতে চেয়ে সময় চেয়েছিলেন পোপ ষোড়শ ফ্রান্সিস। কিন্তু পুতিন এখনও পোপকে সময় দিতে পারেননি। দুমাসেরও বেশি সময় ধরে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে রাশিয়া। যুদ্ধ বন্ধ করার অনুরোধ জানাতেই পুতিনের সঙ্গে বৈঠকে বসতে চান পোপ ফ্রান্সিস (Pop Francis)।
পুতিনের মুখোমুখি হতে চেয়ে ২০ দিন আগে মস্কোয় বিশেষ বার্তা পাঠিয়েছিলেন পোপ। সেই বার্তার কোনও জবাব মেলেনি। মঙ্গলবার ভ্যাটিকানে নিজেই এ কথা জানিয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু।
মস্কো যাওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করলেও এই মুহুর্তে তাঁর ইউক্রেনে যাওয়ার কোনও পরিকল্পনা নেই বলে জানিয়েছেন পোপ। ইতালির প্রথম সারির দৈনিক সংবাদপত্র ‘ক্যুরিয়্যার ডেল্লা সেরা’কে দেওয়া এক সাক্ষাৎকারে পোপ বলেছেন, ‘ইউক্রেনে যুদ্ধ বন্ধ করার উদ্দেশে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করতে আমি মস্কো যেতে চাই। এ জন্য ২০ দিন আগে সাক্ষাতের সময় চেয়ে মস্কোয় বিশেষ বার্তা পাঠিয়েছিলাম। কিন্তু রুশ প্রেসিডেন্টের পক্ষ থেকে কোনও সাড়া পাইনি। সাড়া না মিললেও আমি হাল ছাড়ছি না। পুতিন সাক্ষাতের সময় দিলেই আমি মস্কো যাব। আমার মনে হয়, এই মুহুর্তে রুশ প্রেসিডেন্ট আমার সঙ্গে দেখা করতে চাইছেন না।
সরাসরি রাশিয়াকে দোষারোপ না করলেও ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধকে ‘ভয়াবহ নিষ্ঠুরতা’ বলে আখ্যা দিয়েছেন পোপ। তিনি বলেছেন, যুদ্ধ এক অমানবিক বিষয়। এটা সকলের বোঝা উচিত। যুদ্ধ সৃষ্টি করতে পারে না, শুধুই ধ্বংস করে। তাই যুদ্ধ বন্ধ হওয়া দরকার। তিনি বলেছেন, কিয়েভে যাওয়ার চেয়েও এই মুহুর্তে আমার মস্কোয় যাওয়া বেশি জরুরি। কারণ সেখান থেকেই যুদ্ধ চালানো হচ্ছে।