রাজনীতি থেকে ‘অবসর’ নেওয়ার প্রসঙ্গে মত জানালেন পার্থ চট্টোপাধ্যায়

এসএসসিতে দুর্নীতি নিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) বিরুদ্ধে উঠেছে একাধিক অভিযোগ। এছাড়াও দলের মহাসচিব হওয়া সত্বেও এমন কিছু মন্তব্য তাঁকে করতে শোনা গিয়েছে যাতে অসন্তুষ্ট…

partha chatterjee

এসএসসিতে দুর্নীতি নিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) বিরুদ্ধে উঠেছে একাধিক অভিযোগ। এছাড়াও দলের মহাসচিব হওয়া সত্বেও এমন কিছু মন্তব্য তাঁকে করতে শোনা গিয়েছে যাতে অসন্তুষ্ট হয়েছেন মুখ্যমন্ত্রীও।

এমনকি শৃঙ্খলা কমিটির চেয়ারম্যান পদ থেকেও তাঁকে সরানো হয়েছে। এর পরেই নিজের অবস্থান পরিষ্কার করে দিলেন পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন আছেন, ততদিন তিনি আছেন। দলের কোন বিজ্ঞ কী বলল, তাতে কিছু এসে যায় না।

মমতা বন্দ্যোপাধ্যায়ের পর কে নেতা হবেন, তা মমতা যতক্ষণ আছেন, ততক্ষণ বলতে পারছি না। বলেছেন পার্থ চট্টোপাধ্যায়। পার্থ চট্টোপাধ্যায় বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে চালাচ্ছেন, তাতে দীর্ঘদিনের ইতিহাস তৈরি করবেন।

তিনি আরও জানান, অভিষেক তরুণ প্রজন্মের শ্রেষ্ঠ নেতা। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁকে তুলনা করা যায় না। মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায় আলাদা ঘরানার রাজনৈতিক ব্যক্তিত্ব।

এসএসসি দুর্নীতি প্রসঙ্গে তিনি জানান, আমি যতদিন ছিলাম, কোনও দুর্নীতির অভিযোগ আসেনি। আমাদের দলের কোন বিজ্ঞ কী বলল, তা নিয়ে কিছু বলব না।