Pakistan: খাইবার পাখতুনখোয়ায় নিরাপত্তা বাহিনী অভিযান ৭ টিটিপি জঙ্গি খতম

Pakistan) অশান্ত খাইবার পাখতুনখোয়ায় (Khyber Pakhtunkhwa) নিরাপত্তা বাহিনী বড় ধরনের পদক্ষেপ নিয়েছে। নিরাপত্তা বাহিনী একটি এনকাউন্টারে তেহরিক-ই-তালিবান পাকিস্তান (TTP) এর সাত জঙ্গিকে হত্যা করেছে।

Pakistan army

পাকিস্তানের (Pakistan) অশান্ত খাইবার পাখতুনখোয়ায় (Khyber Pakhtunkhwa) নিরাপত্তা বাহিনী বড় ধরনের পদক্ষেপ নিয়েছে। নিরাপত্তা বাহিনী একটি এনকাউন্টারে তেহরিক-ই-তালিবান পাকিস্তান (TTP) এর সাত জঙ্গিকে হত্যা করেছে। তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে তিনজন বিচারাধীন বন্দিও রয়েছে।

কাউন্টার টেরোরিজম বিভাগের একজন কর্মকর্তা জানান, মঙ্গলবার নিরাপত্তা বাহিনী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের আটক জঙ্গিদের বান্নু জেলায় স্থানান্তর করছিল। এসময় তাদের ওপর হামলা চালায় টিটিপি জঙ্গিরা। নিরাপত্তা বাহিনীও পাল্টা পদক্ষেপ নেয়, যাতে সাত জঙ্গি নিহত হয় এবং অন্যরা পালিয়ে যায়।

নিহত জঙ্গিরা বেশ কয়েকটি হামলায় জড়িত ছিল বলে কর্মকর্তারা জানিয়েছেন। অতীতে বান্নু সেনানিবাস পুলিশের ওপর হামলায় কনস্টেবল হত্যা মামলায়ও সে ওয়ান্টেড ছিল। কর্মকর্তারা জানিয়েছেন, পুরো এলাকা অবরোধ করে তল্লাশি অভিযান চালানো হচ্ছে।

অতীতে টিটিপি পাকিস্তানের একটি মসজিদে আত্মঘাতী হামলার দায়ও স্বীকার করেছিল। এই হামলায় শতাধিক মানুষ নিহত হয়। নিহতদের অধিকাংশই পুলিশ সদস্য। এই জঙ্গি সংগঠনটিকে আল-কায়েদার ঘনিষ্ঠ মনে করা হয়।