Pakistan : নদীর জলে ভেসে গেল ইমরানের ৭ বিলিয়ন ডলারের প্রোজেক্ট

বিলাসবহুল আধুনিক শহর গড়ার কথা ভেবেছিলেন পাকিস্তানের (Pakistan) প্রধানমন্ত্রী। কাগজে-কলমে কিছু কাজ শুরু-ও হয়েছিল। কিন্তু বাধা। আপাতত নদীর জলে ভেসে গিয়েছে ইমরান খানের (Imran Khan)…

Pakistan

বিলাসবহুল আধুনিক শহর গড়ার কথা ভেবেছিলেন পাকিস্তানের (Pakistan) প্রধানমন্ত্রী। কাগজে-কলমে কিছু কাজ শুরু-ও হয়েছিল। কিন্তু বাধা। আপাতত নদীর জলে ভেসে গিয়েছে ইমরান খানের (Imran Khan) ৭ বিলিয়ন ডলারের স্বপ্নের প্রোজেক্ট।

পাকিস্তানে বয়ে গিয়েছে রবি নদী (Ravi River)। পাশে লাহোর (Lahore)। শহরের বাইরের এলাকায় ছিমছাম পরিবেশ। খোলা মাঠে চাষ আবাদ। ভারত ভাগ হওয়ার পর অনেকেই চলে এসেছিলেন পাকিস্তানে। জমি পেয়েছিলেন কেউ কেউ। লাহোর শহরের বাইরে অবস্থিত এই জমিতে মূলত চাষাবাদ হয়ে থাকে। প্রজন্মের পর প্রজন্ম ধরে ভোগ করে আসছেন পরিবারের সদস্যরা।

ইমরান খানের স্বপ্নের প্রোজেক্টের কথা আগে জানতেন না তাঁরা। হঠাৎই তাঁদের বলা হয়- জমি খালি করতে হবে। বদলে উপযুক্ত অর্থ দেবে পাকিস্তান সরকার। জমি হাতছাড়া হওয়ার ভয় অনেকেই পেয়ে বসে। সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন তাঁরা। রবি নদীর ধারে মেগা সিটির প্রোজেক্ট আপাতত বিশ বাঁও জলে।

রবির নদীর অবস্থা দুর্বিষহ। দুষণের কারণে বদলে গিয়েছে জলের রঙ। কোথাও বিচ্ছিন্ন হয়েছে প্রবাদ। শুকিয়ে যাচ্ছে জল। নদীর হাল ফেরানোর জন্য পাক সরকারের পক্ষ থেকে গড়া হয়েছে, রবি আরবান ডেভেলপমেন্ট অথোরিটি। তাদের বক্তব্য, পরিকল্পনা মাফিক শহর নির্মাণের কথা ভেবেছিল সরকার। সেই সঙ্গে সবুজায়নের কথাও মাথায় রাখা হয়েছিল। স্কুল, কলেজ, হাসপাতাল- সহ সমস্ত সুযোগ-সুবিধা রাখা হতো সেখানে।

জমির মালিকদের পাশাপাশি ক্ষুণ্ণ সেখানকার আদালত। গত বছরেই লাল বাতি দেখিয়ে দেওয়া হয়েছে প্রোজেক্টকে। শহর গড়ে নদী নিয়ন্ত্রণের ভাবনাতেও সায় নেই অনেকের। কারণ রবির এই দুর্দশার জন্য অনেকাংশে দায়ী পাক সরকার। পাকিস্তানের ২৯ টি শহরে শতকরা ৩৯ শতাংশ জল পান যোগ্য। এক সমীক্ষায় জানানো হয়েছিল, ২০২৫ সালের মধ্যে তীব্র জলকষ্টে ভুগবে পাকিস্তান।