হোয়াটস অ্যাপে একটি ম্যাসেজের কারণে এক মহিলাকে মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হল। শুনতে অবিশ্বাস্য হলেও এমনই ঘটেছে। সম্প্রতি একটি মামলা করা হয় যেখানে একজন পাকিস্তানি মহিলাকে হোয়াটস অ্যাপে ধর্ম বিরুদ্ধ মন্তব্য করার জন্য মৃত্যুদণ্ড দেয় আদালত।
Advertisements
অভিযুক্ত মহিলার নাম আনিকা আতেক। গত ১৯ জানুয়ারি এই রায় দায় আদালত। গত ২০২০ সালে পাকিস্তানের রাওয়ালপিণ্ড কোর্টের বাসিন্দা ওই মহিলা হোয়াটস অ্যাপে তাঁর এক পরিচিতকে ব্লাসফেমিতে ভরা একটি বার্তা পাঠান। আনিকাকে ওই মেসেজটি ডিলিট করে ক্ষমা চাইতে বলা হলেও তিনি নাকচ করেন।
Advertisements
এরপর মহিলার ওই পরিচিতই তাঁর বিরুদ্ধে মামলা করেন। অভিযোগ, অভিযুক্ত মহিলা নবী মহম্মদ সম্পর্কে কুরুচিকর মন্তব্য করে ইসলাম ধর্মের অবমাননা করেছেন। মামলার শুনানিতে ওই মহিলাকে ফাঁসিকাঠের সাজা দেওয়া হয়।