Uttar Dinajpur: উত্তর দিনাজপুরে পার্সেল বোমা বিস্ফোরণ, নাশকতার ছক ধরেই তদন্ত

সাধারণতন্ত্র দিবসের আগে উত্তরবঙ্গে নাশকতার চেষ্টা। অন্তত উত্তর দিনাজপুরের (Uttar Dinajpur) বাহারাইলে পার্সেল বোমা বিস্ফোরণের পর এমনই সন্দেহ করা হচ্ছে। বিস্ফোরণের পিছনে আসছে রাজ্য সরকারকে…

সাধারণতন্ত্র দিবসের আগে উত্তরবঙ্গে নাশকতার চেষ্টা। অন্তত উত্তর দিনাজপুরের (Uttar Dinajpur) বাহারাইলে পার্সেল বোমা বিস্ফোরণের পর এমনই সন্দেহ করা হচ্ছে। বিস্ফোরণের পিছনে আসছে রাজ্য সরকারকে দেওয়া কেএলও হুমকি আতঙ্ক।

জেলার হেমতাবাদ বিধানসভার অন্তর্গত বাহারাইলে পার্সেল বোমা বিস্ফোরণে জখম হয়েছেন ৪ ব্যক্তি। তাদের চিকিৎসা চলছে রায়গঞ্জ মেডিকেল হাসপাতালে। আহতদের সঙ্গে দেখা করেন হেমতাবাদের বিধায়ক সত্যজিৎ বর্মন। তিনি জানান, পুলিশ প্রশাসনকে দ্রুত ঘটনাটি খতিয়ে দেখার জন্য আবেদনও করেছি।

শুক্রবার বিস্ফোরণে কেঁপে ওঠে বাহারাইল হাইস্কুলের পাশের ওষুধের দোকান। এই দোকানে অন্যান্য দিনের মতোই কেনাকাটা চলছিল। সেই সময় ওই দোকানের সামনে একটি টোটো এসে দাঁড়ায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সেই টোটোতে কোনও যাত্রী ছিলেন না। ওষুধ দোকানের মালিক বাবলু রহমান চৌধুরীর হাতে একটি পার্সেল দিয়েই এলাকা ছাড়ে ওই টোটো চালক। পার্সেলটি খোলেন দোকান মালিকের ভাইপো। পার্সেল খুলতেই বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা। বিস্ফোরণের জেরে গুরুতর জখম হন ওই যুবক, দোকানের মালিক সহ আরও ২ জন। তাদের রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

কারা পার্সেলটি পাঠিয়েছিল এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্তে নেমেছে হেমতাবাদ থানার পুলিশ।