ভারত বিরোধী প্রচার, ৩৫ টি পাকিস্তানি ইউটিউব চ্যানেলকে ব্যান করল কেন্দ্র

ভারত বিরোধী প্রচারের অভিযোগে ৩৫ টি পাকিস্তানি ইউটিউব চ্যানেল এবং বেশ কয়েকটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ করল কেন্দ্রীয় সরকার। প্রত্যেকটি ইউটিউব চ্যানেল এবং সোশ্যাল মিডিয়া…

YouTube channels

ভারত বিরোধী প্রচারের অভিযোগে ৩৫ টি পাকিস্তানি ইউটিউব চ্যানেল এবং বেশ কয়েকটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ করল কেন্দ্রীয় সরকার।

প্রত্যেকটি ইউটিউব চ্যানেল এবং সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট পাকিস্তানের। সেগুলি ক্রমাগত ভারত সম্পর্কে ভুয়ো খবর প্রচার করছে। যার ফলে জনসাধারণ বিভ্রান্ত হতে পারে। কেন্দ্রের তরফে আই অ্যান্ড বি সচিব অপূর্ব চন্দ্র একটি প্রেস কনফারেন্সের সময়ে জানান, নিষিদ্ধ হওয়া ইউটিউব চ্যানেলগুলিতে প্রায় ১৩০ কোটি ভিউ রয়েছে। এই চ্যানেলগুলির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

যুগ্মসচিব বিক্রম সহায় জানিয়েছেন, এখনও পর্যন্ত ৩০ টিরও বেশী ইউটিউব চ্যানেল এবং একাধিক টুইটার, ফেসবুক ও ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট ব্যান করা হয়েছে। গোয়েন্দা সংস্থা এই দিকে নজর রাখছে। ভবিষ্যতে আরও কয়েকটি পাকিস্তানি চ্যানেলকে নিষিদ্ধ করা হতে পারে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: Pakistan: ধর্মের অবমাননা করে ফাঁসির আসামী পাক মহিলা

সম্প্রতি কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করার বিষয়টি নিয়ে কথা বলেন। এমন কোনও পোস্ট বা ভিডিও চোখে পড়লে তৎক্ষণাৎ সেই চ্যানেল বা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন।

গত বছর শেষের দিকে একই কারণে ২০ টি ইউটিউব চ্যানেল এবং ২ টি ওয়েবসাইট নিষিদ্ধ করে কেন্দ্র। অভিযোগ ছিল, ভুয়ো খবর ছড়িয়ে ভারতে বিদ্বেষ সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। সেইসময়ও অনুরাগ ঠাকুর কড়া সতর্কবার্তা দিয়েছিলেন।