Pakistan: পাক সংসদে উত্তেজনা, সেনাবাহিনী হস্তক্ষেপের দাবি

রাওয়ালপিন্ডির সেনা কার্যালয় থেকেই পাকিস্তান (Pakistan) শাসন হবে ফের? এমনই প্রশ্নে উত্তাল পাকিস্তান। কারণ, সুপ্রিম কোর্টের নির্দেশে যে অনাস্থা ভোট হবার কথা সেটি বারবার পিছিয়ে…

রাওয়ালপিন্ডির সেনা কার্যালয় থেকেই পাকিস্তান (Pakistan) শাসন হবে ফের? এমনই প্রশ্নে উত্তাল পাকিস্তান। কারণ, সুপ্রিম কোর্টের নির্দেশে যে অনাস্থা ভোট হবার কথা সেটি বারবার পিছিয়ে দিচ্ছেন সংসদের অধ্যক্ষ। ভোটে প্রধানমন্ত্রী ইমরান খানের পরাজয় নিশ্চিত।

এদিকে বারবার সংসদ মুলতুবি হওয়া, অনাস্থা ভোট পিছিয়ে যাওয়ায় পাক সংসদ উত্তাল। বিরোধী জোটের অন্যতম শরিক দল পাকিস্তান পিপলস পার্টির তরফে দাবি করা হয়েছে, দেশ জুড়ে রাজনৈতিক অচলাবস্থার মাঝে সেনা বাহিনী হস্তক্ষেপ করুক। পিপিপি এমন দাবি করায় পাকিস্তানে ফের সেনা শাসনের ইঙ্গিত আসতে শুরু করেছে।

   

পাক সুপ্রিম কোর্টের নির্দেশে ইমরান খানের বিরুদ্ধে শনিবার অনাস্থা ভোট হওয়ার কথা। জিও নিউজ জানাচ্ছে,শনিবার ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোট নাও হতে পারে। এদিকে পাক জাতীয় পরিষদের স্পিকার আসাদ কায়সার অনাস্থার ভোট নিতে বিলম্ব ঘটাচ্ছেন বলে অভিযোগ প্রধান বিরোধী দল পিএমএলএন সহ জোটের।

প্রয়াত প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর পুত্র বিলওয়াল জারদারি ভুট্টোর দল পাকিস্তান পিপলস পার্টির তরফে সেনাবাহিনীকে হস্তক্ষেপ করার আহ্বানে উত্তেজনা আরও বাড়ল। পিপিপি নেতা মুস্তফা নওয়াজ টুইটে লেখেন, যদি সুপ্রিম কোর্টের দেওয়া আদেশ মেনে অনাস্থা ভোট আয়োজন না করা হয় তাহলে, এ সমস্যার সমাধান করতে সেনাপ্রধান জেনারেল বাজওয়ার তার ভূমিকা পালন করা উচিত। 

পিপিপি চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো অভিযোগ করেছেন, ইমরান খান ও তার স্পিকার অনাস্থা ভোট আয়োজন করতে গড়িমসি করে সেনাবাহিনীকে ক্ষমতা দখলের সুযোগ করে দিচ্ছেন।