Pakistan: পাক প্রধানমন্ত্রীর ঘরে বোমা বিস্ফোরণ, হামলায় অভিযুক্ত ইমরান খানের সমর্থকরা

প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)Khan দুর্নীতির মামলায় বন্দি। তাঁকে গ্রেফতারের পর থেকে বিক্ষোভে জ্বলছে (Pakistan) পাকিস্তান। এবার বিক্ষোভকারী তথা ইমরান খানের সমর্থকরা হামলা চালাল…

প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)Khan দুর্নীতির মামলায় বন্দি। তাঁকে গ্রেফতারের পর থেকে বিক্ষোভে জ্বলছে (Pakistan) পাকিস্তান। এবার বিক্ষোভকারী তথা ইমরান খানের সমর্থকরা হামলা চালাল পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রীর শাহবাজ শরিফের (Shehbaz Sharif) বাড়িতে। বোমা হামলায় জ্বলছে সেই বাড়ি। ভয়াবহ পরিস্থিতি লাহোরে।

পাক গণমাধ্যমের খবর, ইমরান খানের সমর্থকরা প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের বাড়িতে হামলা চালায়। লাহোরের বাসভবনে পরপর বোমা মারা হয়।  পাক পুলিশ জানায়, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের ৫০০ জনেরও বেশি সমর্থক লাহোরের মডেল টাউনে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে গিয়ে সেখানে পার্ক করা গাড়িতে আগুন ধরিয়ে দেয়।

ইমরান খান গ্রেফতারের পর পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সেনা মোতায়েন করা হয়।সংঘর্ষে বাড়ছে নিহতের সংখ্যা।

বুধবার দুর্নীতির অভিযোগে খানকে আট দিনের হেফাজতে রিমান্ডে নেওয়া হয়েছে। খানের গ্রেপ্তার তার পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের সমর্থকরা  বেশ কয়েকটি শহরে নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছে এবং সেনাবাহিনীর সদর দফতরে হামলা চালায়। ইমরান খানের সমর্থকরা গত বছরের এপ্রিলে খানকে ক্ষমতাচ্যুত করার জন্য সামরিক বাহিনীকে অভিযুক্ত করেছে। যদি পাক সামরিক বাহিনী তা অস্বীকার করে।