Pakistan: কমেডিয়ান হিসেবে অস্কার জেতার প্রতিভা আছে ইমরানের, বললেন প্রাক্তন স্ত্রী রেহাম

পাকিস্তানের (Pakistan) প্রধানমন্ত্রীর কুর্সি হারানোর পর থেকেই দেশে-বিদেশে তীব্র কটাক্ষের শিকার হচ্ছেন ইমরান খান। এবার কড়া সমালোচনা করলেন তাঁর প্রাক্তন স্ত্রী রেহাম খান। রেহাম ইমরানকে…

পাকিস্তানের (Pakistan) প্রধানমন্ত্রীর কুর্সি হারানোর পর থেকেই দেশে-বিদেশে তীব্র কটাক্ষের শিকার হচ্ছেন ইমরান খান। এবার কড়া সমালোচনা করলেন তাঁর প্রাক্তন স্ত্রী রেহাম খান। রেহাম ইমরানকে পরামর্শ দিয়েছেন, এখন আপনার হাতে অনেক সময়। পারলে কপিল শর্মার শোয়ে যোগ দিন। কারণ সেখানে নভজোৎ সিং সিধুর জায়গাটি খালি আছে। আর আপনার মধ্যেও ভাল কমেডিয়ান হয়ে ওঠার সমস্ত ক্ষমতা আছে। তাই আর রাজনীতি নয় বরং কপিল শর্মার শো হল আপনার উপযুক্ত জায়গা।

ইমরান পদত্যাগ করার পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছিলেন রেহাম। সেখানেই তিনি বলেন ইমরানকে বলিউডে সুযোগ দেওয়া উচিত। ওর মধ্যে ভাল কমেডিয়ান হয়ে ওঠার সমস্ত গুণ রয়েছে। কপিলের শোয়ে যোগ দেওয়ার এখনই তো উপযুক্ত সময়। কারণ কপিল শর্মার শোয়ে পাজির (সিধু) জায়গাটা খালি পড়ে আছে। ওই জায়গায় ইমরান সহজেই সুযোগ পেতে পারেন। ওর সঙ্গে তো সিধুর রীতিমতো বন্ধুত্ব রয়েছে। একবার সিধু কে বললেই হয়ে যাবে।

ইমরানকে কটূক্তি করে রেহাম আরও বলেছেন, ইমরান সুযোগ পেলে অস্কার জিততে পারে। তবে হিরো বা ভিলেন হিসেবে নয়, ও কমেডিয়ান হিসেবে অস্কার পাবে।

কূটনৈতিক মহল মনে করছে রেহাম তাঁর এই বক্তব্যের মাধ্যমে ইমরানকে স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন যে, রাজনীতিতে তাঁর আর কোনও ভবিষ্যত নেই।

অন্যদিকে প্রধানমন্ত্রীত্ব হারানোর পর বুধবার পেশোয়ারে প্রথম জনসভা করেন ইমরান। সেখানেই তিনি হুমকি দিয়ে বলেছেন, আমি যখন সরকারি ছিলাম তখন এত ভয়ঙ্কর ছিলাম না। কিন্তু এখন আমি আরও বেশি ভয়ঙ্কর হয়ে উঠব।

মাঝরাতে দেশের সুপ্রিম কোর্টে যেভাবে মামলার শুনানি হয়েছে সে বিষয়ে প্রশ্ন তুলেছেন ইমরান। বিচার বিভাগের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে ইমরান বলেন, হঠাৎই রাতদুপুরে সুপ্রিম কোর্ট খুলে শুরু হল শুনানি। আমি কি কোনও আইন বিরোধী বা সংবিধান বিরোধী কাজ করেছি! বিচার বিভাগ নিরপেক্ষ ভূমিকা পালন না করে একটি গোষ্ঠীর স্বার্থের কথা মাথায় রেখেই কাজ করেছে।