বিমানের গতিতে ভারতে দৌড়বে বুলেট ট্রেন, জানাল NHSRCL

একেবারে বিমানের গতিতে ভারতে পরীক্ষামূলক ভাবে চালানো হবে প্রথম বুলেট ট্রেন। অর্থাৎ পরীক্ষামূলকভাবে বুলেট ট্রেন চলবে ঘন্টায় ৩৫০ কিলোমিটার বেগে এমনটাই জানিয়েছেন ন্যাশনাল হাইস্পিড রেল…

একেবারে বিমানের গতিতে ভারতে পরীক্ষামূলক ভাবে চালানো হবে প্রথম বুলেট ট্রেন। অর্থাৎ পরীক্ষামূলকভাবে বুলেট ট্রেন চলবে ঘন্টায় ৩৫০ কিলোমিটার বেগে এমনটাই জানিয়েছেন ন্যাশনাল হাইস্পিড রেল কর্পোরেশন লিমিটেডের আধিকারিকরা। তবে শুধুমাত্র পরীক্ষামূলক চালানোর সময়ই বুলেট ট্রেন ৩৫০ কিলোমিটার বেগে ছুটবে। যাত্রী বহনের সময় বুলেট ট্রেন ছুটবে ঘন্টায় ৩২০ কিলোমিটার বেগে। জানা গিয়েছে, গুজরাতের সুরাত ও বিলিমোরার মধ্যে পরীক্ষামুলকভাবে বুলেট ট্রেন চালানো হবে।

২০২৬ সালের মধ্যেই বুলেট ট্রেন তৈরির কাজ সম্পূর্ণ হয়ে যাবে। ইতিমধ্যেই জাপান সরকারের সহযোগিতায় বুলেট ট্রেন তৈরির কাজ অনেকটাই এগিয়ে গিয়েছে। বুলেট ট্রেন প্রকল্পের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে গুজরাত গিয়েছেন ভারতে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাতোশি সুজুকি। ন্যাশনাল এনএইচএসআরসিএল- এর এক আধিকারিক বলেছেন, বুলেট ট্রেন চালু হলে যাত্রী সুবিধা এক অন্য মাত্রায় পৌঁছে যাবে।

   

রীতিমত বিমানের সঙ্গে টক্কর দেবে এই বুলেট ট্রেন। বিমানের চেয়ে অর্ধেক ভাড়ায় কিন্তু একই সময়ে মানুষ এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছে যাবেন। বিমানে চড়ার ক্ষেত্রে যে সমস্ত সমস্যা রয়েছে বুলেট ট্রেনের ক্ষেত্রে সেগুলিও থাকবে না। বিমানযাত্রার তুলনায় অনেক কম সময় লাগবে চেক-ইন করতে। বিমানের তুলনায় যাত্রীরা ট্রেনে অনেক বেশি মালপত্র বহন করতে পারবেন। সাধারণত বিমানে ল্যাপটপ বা মোবাইল কাজ করে না। কিন্তু বুলেট ট্রেনে সেই সমস্যা থাকবে না প্লেনের ইকোনমি ক্লাসের মতই হবে এই ট্রেনের ভাড়া। উল্লেখ্য, ভারতে বুলেট ট্রেন তৈরির জন্য ৮০ শতাংশ অর্থ ঋণ হিসেবে দিয়েছে জাপান। আগামী দিনে বুলেট ট্রেন চালু হলে আমেদাবাদ থেকে মুম্বই যেতে সময় লাগবে মাত্র তিন ঘন্টা।